ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের কোচের দায়িত্বে সারোয়ার ইমরান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৬
টাইগ্রেসদের কোচের দায়িত্বে সারোয়ার ইমরান ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেলেন সারোয়ার ইমরান। বিসিবির এ অভিজ্ঞ কোচ আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে সালমা খাতুন-জাহানারা আলমদের নিয়ে কাজও শুরু করেছেন।

গত ১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে দেশে ফিরে যান নারী দলের শ্রীলঙ্কান কোচ চ্যাম্পিকা গামাগে। তার স্থলাভিষিক্ত হলেন সারোয়ার ইমরান।

দায়িত্ব পেয়ে শনিবার (১৩ আগস্ট) মিরপুরের একাডেমি  মাঠে নারী দলের ক্রিকেটারদের ম্যাচের আদলে অনুশীলন করান সারোয়ার ইমরান। নারী দলের সঙ্গে কাজ শুরু করে উন্নতির অনেক জায়গা দেখছেন তিনি, ‘মেয়েদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস কি রকম সেটি দেখার চেষ্টা করছি। আসলে উন্নতির অনেক জায়গা আছে। সেভাবেই কাজ শুরু করেছি। ’

ক্রিকেটারদের দুর্বল দিকগুলো কাটিয়ে তুলতে ফিটনেস ও টেকনিক্যাল বিষয়ের উপর জোর দেবেন বলে জানান সারোয়ার ইমরান, ‘ফিটনেসটা বড় ফ্যাক্টর। থ্রোয়িংয়ে পাওয়ার নেই। পাওয়ার খেলার কোনো ব্যাটার কিংবা জোরে হিট করার মতো ব্যাটার নেই। ছয় মারার ক্ষমতা কম। এমন অনেকগুলো জিনিস আছে। তো এইগুলো শুধু ফিজিক্যাল বিষয় না, টেকনিক্যাল বিষয়ও। টেকনিক ঠিক করলে হয়তো পাওয়ারটা আরেকটু বাড়বে। এসব বিষয় নিয়ে কাজ করছি। ’

সেপ্টেম্বরের ১ তারিখ দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড যাওয়ার কথা টাইগ্রেসদের। হাতে এক মাসের কম সময় রয়েছে। সারোয়ার ইমরান মনে করেন এই অল্প সময়ের মধ্যেই মেয়েদের দূর্বলতাগুলো কাটিয়ে তোলা সম্ভব।

তিনি জানান, ‘প্রতিটা ম্যাচ (আয়ারল্যান্ড সফরে) ভালো খেলার ইচ্ছা। ওদের প্লেয়ারদের সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। ওদের প্লেয়ারদের ফুটেজ সংগ্রহ করবো।   সম্প্রতি তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। আয়ারল্যান্ড অবশ্যই ভালো দল। তবে  আমাদের মেয়েদের দূর্বলতাগুলো এক মাসের মধ্যেই ঠিক করে ফেলা সম্ভব। ’
 
প্রাথমিক স্কোয়াডের ২২ ক্রিকেটারকে নিয়ে বুধবার (১০ আগস্ট) থেকে শুরু হয় নারী দলের ক্যাম্প। ২৯ আগস্ট পর্যন্ত মিরপুরে চলবে জাহানারা-সালমাদের অনুশীলন। নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে নারী দলের ক্রিকেটাররা।
 
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১৩ আগস্ট ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।