ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শীর্ষ পাঁচে ফিরলেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
শীর্ষ পাঁচে ফিরলেন ইউনিস খান ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরির পুরস্কারস্বরূপ র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে ফিরলেন ইউনিস খান। তার দুর্দান্ত ইনিংসে ভর করেই ওভাল টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ২-২ সমতায় চার ম্যাচের সিরিজ শেষ করে পাকিস্তান।

পঞ্চম স্থানে থেকেই সিরিজ শুরু করেছিলেন ইউনিস। কিন্তু এজবাস্টনে তৃতীয় টেস্ট শেষে ৯ নম্বর থেকে শীর্ষ দশের বাইরে চলে যান। চতুর্থ টেস্ট (১১-১৪ আগস্ট) শুরুর আগে ভারতের ‍অজিঙ্কা রাহানের সঙ্গে ১১ নম্বর অবস্থানটি ভাগাভাগি করে নেন। প্রথম ইনিংসের ২১৮ রান তাকে আবারো নিয়ে গেল পঞ্চম স্থানে। এ তালিকায় শীর্ষস্থানটা অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথের দখলেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টের (৯-১৩ আগস্ট) পারফরম্যান্সে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা অষ্টম স্থানে নাম লিখিয়েছেন রাহানে। তৃতীয় ম্যাচটিতে ভারতের ২৩৭ রানের জয়ে তার ব্যাট থেকে আসে ৩৫ ও ৭৮ অপ.। চার ম্যাচের সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয় টিম ইন্ডিয়া।

নিউজিল্যান্ডের রস টেইলরও পাঁচ ধাপ এগিয়ে শীর্ষ দশে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১২৪ ও ৬৭ রানের ইনিংস উপহার দেন তিনি। বুলাওয়ে টেস্টে (৬-১০ ‍আগস্ট) ২৫৪ রানের জয়ে দুই ম্যাচের সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ব্ল্যাক ক্যাপসরা।

ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ছয় ধাপ এগিয়ে ২৬তম। তার স্বদেশী জনি বেয়ারস্টো আছেন ১৪ নম্বরে। পাকিস্তানের আসাদ শফিক (১৫) ও আজহার আলীও (১৭) এক ধাপ করে এগিয়েছেন। অন্যান্যদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভো (২৭, +৩), ক্রেইগ ব্রাথওয়েট (৩৩, +২) ও মারলন স্যামুয়েলস (৪০, +৬) ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন।

বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ দশটি অবস্থানই প্রায় অপরিবর্তিত। যথারীতি শীর্ষেই ইংলিশ পেস আইকন জেমস ‍অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার এক ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছেন। আরেক ইংলিশ পেসার ক্রিস উকস দুই ধাপ উন্নতিতে ১৮ নম্বরে।

পাকিস্তানের ওয়াহাব রিয়াজ, সোহেল খান ও ক্যারিবিয়ান মিগুয়েল কামিন্সের র‌্যাংকিং ‍চোখে পড়ার মতো। ওভাল টেস্টে পাঁচ উইকেট নেওয়া ওয়াহাব ছয় ধাপ এগিয়ে ২৭ নম্বরে আর ছয় উইকেট দখল করা সোহেল এক লাফে ৪১ নম্বরে (+২১) উঠে এসেছেন। সেন্ট লুসিয়া টেস্টে ৯ উইকেট শিকারি কামিন্স ‘রকেট গতিতে’ ৫৯ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক।

শীর্ষ দশ ব্যাটসম্যান:

১। স্টিভেন স্মিথ (৯০৪ রেটিং পয়েন্ট)
২। জো রুট (৮৭৮)
৩। কেন উইলিয়ামসন (৮৭৩)
৪। হাশিম আমলা (৮৬০)
৫। ইউনিস খান (৮৪৫, +৭)
৬। অ্যাডাম ভোজেস (৮২৪, -১)
৭। এবি ডি ভিলিয়ার্স (৮১৮, -১)
৮। অজিঙ্কা রাহানে (৭৮৫, +৩)
৯। রস টেইলর (৭৭২, +৫)
১০। অ্যালিস্টার কুক (৭৭০, -৩)

শীর্ষ ১০ বোলার:

১। জেমস অ্যান্ডারসন (৮৭০ রেটিং পয়েন্ট)
২। রবিচন্দ্রন অশ্বিন (৮৫৮)
৩। ডেল স্টেইন (৮৪১, +১)
৪। স্টুয়ার্ট ব্রড (৮৩৬, -১)
৫। ইয়াসির শাহ (৮০৬)
৬। রবিন্দ্র জাদেজা (৭৮১)
৭। মিচেল স্টার্ক (৭৬৭)
৮। রঙ্গনা হেরাথ (৭৬৬)
৯। ট্রেন্ট বোল্ট (৭৫৬)
১০। জস হ্যাজেলউড (৭৫৫)

অলরাউন্ডার:

১। রবিচন্দ্রন অশ্বিন (৪৩৮)
২। সাকিব আল হাসান (৩৮৪)
৩। ম‌ঈন আলী (২৯২)
৪। ভারনন ফিল্যান্ডার (২৭৫)
৫। মিচেল স্টার্ক (২৬২, +২)

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।