ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সঞ্জিতকে সুখবর দিল বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
সঞ্জিতকে সুখবর দিল বিসিবি

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সঞ্জিত সাহার বোলিং অ্যাকশনের ফুটেজ পরীক্ষা করে আইসিসি জানিয়েছিল এ অফস্পিনারের কনুই ৪৫ ডিগ্রীর বেশি বেঁকে যায়। নিয়ম অনুযায়ী, ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই বাঁকাতে পারবেন বোলাররা।

বিশ্বকাপ ও বয়সভিত্তিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন ১৮ বছর বয়সী এ স্পিনার।

 

ঘরোয়া লিগে খেলার অনুমতি থাকায় ব্রাদার্সের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারের চোখ এড়িয়ে যেতে পারেননি সঞ্জিত। এর পর বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সঙ্গে কাজ করে দ্রুতই নেন বৈধতার সার্টিফিকেট। রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, সঞ্জিতের কনুই চার-থেকে পাঁচ ডিগ্রীর বেশি বাঁকে না।
 
মিরপুরে সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেন, সঞ্জিত সাহার যে সমস্য ছিল সেটা পুরোপুরি শুধরে ফেলেছে সে। ৪-৫ ডিগ্রীর বেশি বাঁকে না ওর হাত। ’

রিভিউ কমিটির পরীক্ষায় অ্যাকশনে বৈধতা পেতে সঞ্জিতকে বোলিং অ্যাকশন পুরোই বদলে ফেলতে হয়েছে। নতুন অ্যাকশনে সঞ্জিতের বোলিং ব্যাটসম্যানদের জন্য কতটা কার্যকরী হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘অ্যাকশন বদলের পর তার বোলিং কতটা কার্যকরি হবে সেটা আমরা বলতে পারবো না। সেটা খেলার মধ্যেই বোঝা যাবে। ’
 
স্থানীয় বিশেষজ্ঞদের ফুটেজ পরীক্ষায় বৈধতা পাওয়া সঞ্জিতকে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে হলে আইসিসির বৈধতা পেতে হবে। আইসিসির মূল্যয়নের জন্য সঞ্জিতকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করা হবে ক্রিকেট বোর্ড থেকেই। জালাল ইউনুস বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে আইসিসি সঞ্জিতের বোলিং অ্যাকশন মূল্যয়ন করবে। পরীক্ষা নেবে। এ জন্য বাইরে যেতে হবে। সিদ্ধান্তটা আমরাই দিব। আমরাই পাঠাবো। অনূর্ধ্ব-১৯ এর ডেভলেপমেন্ট কমিটি যখন মনে করবে সে যেতে প্রস্তুতি তখনই যেতে পারবে। ’
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বোলিংয়ে বাংলাদেশ দলের অন্যতম ‘অস্ত্র’ হিসেবে ধরা হচ্ছিলো সঞ্জিতকে। বিশ্বকাপে দুই ম্যাচ খেলার পর এ অফস্পিনারে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলে আম্পায়াররা। বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পরীক্ষা করে আইসিসি তাকে বিশ্বকাপ ও বয়সভিত্তিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ২০ আগস্ট, ২০১৬

এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।