ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা ছবি: সংগৃহীত

ঢাকা: সব শঙ্কা দূর করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশ সফরের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। তবে, ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন জানাচ্ছেন, দলে থাকলে এ মুহূর্তে তিনি বাংলাদেশ সফরে আসতেন না।

যিনি ইংল্যান্ড জাতীয় দলেই ব্রাত্য, তিনি আসন্ন সফর নিয়ে এমন সমালোচনা করায় অবাক হচ্ছেন ক্রিকেটপ্রেমীরাই।

যেখানে নিরাপত্তার ইস্যুতে স্পর্শকাতর বাংলাদেশ সফরকে দেখা হচ্ছে ক্রিকেট সিরিজের চেয়েও বেশি কিছু, সেখানে পিটারসেন জানান, ‘এই মুহূর্তে বাংলাদেশ ছয় সপ্তাহের সফরের জন্য বেছে নেওয়ার মতো দারুণ জায়গা নয়। তরুণ ওয়ানডে দলের সদস্যরা হয়তো বেশি সমস্যায় পড়বে না। কিন্তু, টেস্টে দলের সিনিয়র ক্রিকেটারদের সমস্যা থাকতে পারে। ’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বারবার জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা রাখা হবে না। একজন বিদেশি প্রেসিডেন্টকে যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, পারলে তার থেকেও বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এমনকি বাংলাদেশে ইংল্যান্ডের যে সকল সমর্থক আর সাংবাদিকরা আসতে চাইছেন, প্রয়োজনে তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

অথচ বিভিন্ন সময়ে জাতীয় দলের সমালোচনা করা এই ইংলিশ ক্রিকেটার জানান, ‘সিনিয়র ক্রিকেটারদের পরিবার আছে, তাদের সন্তান আছে। তারা এখন হয়তো ভাবছে, কীভাবে আমি বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করব? আমি জানি অনেক সাংবাদিকও বাংলাদেশে যেতে চায় না। ’

জাতীয় দলে পিটারসেনের ফেরার সুযোগ আর নেই বললেই চলে। তার মতামত জাতীয় দলে কোনো ভূমিকা রাখবে না বলেই সকলের বিশ্বাস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের জায়গায় তিনি থাকলে এ সফরে আসতে রাজি হতেন না বলে দাবি করা পিটারসেন জানান, ‘বাংলাদেশ সফরে যাওয়া কুকের ক্যারিয়ারের কঠিন একটি সিদ্ধান্ত হবে। তার জায়গায় আমি হলে কি যেতে রাজি হতাম? না, এমন কোনো সম্ভাবনা ছিল না। এই সফরে একজন ক্রিকেটার গেলে, সকলকেই যেতে হবে। ’

এদিকে, আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম জানায়, দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন কুক। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটির কথা বলেছেন কুক।

আট বছর আগে ২০০৮ সালে ভারত সফরে গিয়েছিল পিটারসেনের নেতৃত্বাধীন ইংলিশ দল। সে সময় মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় সফরের অর্ধেক পথে ইংল্যান্ড ফিরে আসে সফরকারীরা। ওয়ানডে সিরিজ স্থগিত করে দেশে ফিরে আসলেও পরে টেস্ট সিরিজ খেলতে আবারো ভারতে যায় ইংলিশরা। স্টিভ হার্মিসন ও অ্যান্ড্রু ফ্লিনটফ ছাড়া প্রায় পুরো শক্তির ইংল্যান্ড দলই টেস্ট সিরিজ খেলতে ভারতে ফিরেছিল।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংলিশদের। ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম। এরপরই দলটি ভারতে সিরিজ খেলতে যাবে।

বাংরাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।