ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে দিলশানের শেষ ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ওয়ানডেতে দিলশানের শেষ ইনিংস ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে ৩৩০তম ম্যাচে এসে থামলেন তিলেকারাত্নে দিলশান! নিজের শেষ পঞ্চাশ ওভারের ম্যাচে ৪২ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। দিলশানের বিদায়ী ম্যাচে দিনেশ চান্দিমালের শতকে ভর করে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে ২২৭ রানের লক্ষ্য বেধে দিয়েছে শ্রীলঙ্কা।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন দিলশান। প্রথম দু’টি ওডিআই শেষে ১-১ সমতায় দু’দল।

আগেই ওয়ানডে দশ হাজারি রানের অভিজাত ক্লাবে প্রবেশ করা ৩৯ বছর বয়সী দিলশানের রানসংখ্যা এখন ৩৯.২৭ গড়ে ১০২৯০। প্রায় ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৪৭টি অর্ধশতকের পাশাপাশি ২২টি শতক হাঁকিয়েছেন। ১৯৯৯ সালের নভেম্বরে জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। পরের মাসেই একই প্রতিপক্ষের বিপক্ষে পা রাখেন ওয়ানডেতে।

অন্যদিকে, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দেশের সর্বোচ্চ রানস্কোরার দিলশান। এখন ‍পর্যন্ত ৭৮ ম্যাচে এক সেঞ্চুরি ও ১৩ ফিফটির সাহায্যে ১৮৮৪ রান করেছেন। অজিদের বিপক্ষে দুটি ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেই এ ফরমেটে তার দুই হাজার পূর্ণ করার সুযোগ থাকছে।

এর আগে ২০১৩ সালের অক্টোবরে টেস্ট ক্রিকেটে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৮৭ টেস্টে ৫৪৯২ রানের মালিক দিলশান। কলম্বোয় ওই বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ছিল সাদা পোশাকে তার শেষ ম্যাচ। টেস্টে তার দখলে ২৩টি ফিফটি ও ১৬টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।