ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘ পুনর্বাসনে অজি পেসার কোল্টার-নাইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
দীর্ঘ পুনর্বাসনে অজি পেসার কোল্টার-নাইল ছবি: সংগৃহীত

ঢাকা: ‌ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ থেকেই ছিটকে যান। অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, দীর্ঘ সময়ের জন্য দলের অন্যতম সেরা পেসার কোল্টার-নাইলকে পাচ্ছে না তারা।

তার দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ঠিক কবে নাগাদ কোল্টার-নাইল বোলিংয়ে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলি বলছেন, যথাসময়েই তা নির্ধারিত হবে। টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে থেকে শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই ছিলেন কোল্টার-নাইল। কিন্তু তার এক ম্যাচেও খেলা হয়নি।

গত সপ্তাহের শেষদিকে ট্যুর থেকে ছিটকে পড়ার পর দেশে ফিরে যান কোল্টার-নাইল। তার ইনজুরি মূল্যায়ন শেষে বিকলির ভাষ্য, পিঠের নিচের অংশের ব্যথার মাত্রা বেড়ে যাওয়ায় এখন বোলিং করতে পারছেন না ২৮ বছর বয়সী এ ডানহাতি পেসার।

গত বছর জুড়েও ইনজুরির সঙ্গে লড়াই করেছেন কোল্টার-নাইল। সেপ্টেম্বরে হ্যামস্ট্রিং ইনজুরিতে ইংল্যান্ড সিরিজে ছিটকে যান। ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের সম্ভাবনার সামনে বাধা হয়ে দাঁড়ায় কাঁধের চোট।

এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি দলে ফেরেন। ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে অজিদের হয়ে চারটি ম্যাচেই খেলেন কোল্টার-নাইল। সবশেষ গত জুনে ওয়েস্ট ইন্ডিজ ও প্রোটিয়াদের বিপক্ষে ত্রিদেশীয় ওডিআই সিরিজে তিন ম্যাচে তাকে মাঠে দেখা যায়।

অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ১৬ ওয়ানডেতে ২৭ ও ১৭ টি-টোয়েন্টিতে ২১টি উইকেট নিয়েছেন কোল্টার-নাইল।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।