ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জাতীয় দলের ক্যাম্পে মোশাররফ হোসেন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
জাতীয় দলের ক্যাম্পে মোশাররফ হোসেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ছিটকে পড়ায় কিছুটা দূর্বল হয়ে পড়তে পারে বাংলাদেশের পেস শক্তি। এমন শঙ্কা থেকেই স্পিন শক্তি বাড়ানোর চিন্তা-ভাবনা করছিল বিসিবি।

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ বাঁহাতি স্পিনার আরাফাত সানি। সহসাই মুক্তি মেলার সম্ভবনাও কম। তাই বাংলাদেশের  স্পিন আক্রমণে কে হবেন সাকিব আল হাসানের সঙ্গী-এ নিয়ে ভাবনায় ছিল টিম ম্যানেজম্যান্ট। কারণ, সানির বিকল্প যারা আছেন তাদের কারও উপর সন্তুষ্ট হতে পারছেন না কোচ-নির্বাচকরা।

তাই  হঠাৎ করেই জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সোমবার (২৯ আগস্ট) মিরপুরে জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করেছেন এ স্পিনার।  
 
রুবেল শুরুতে জাতীয় দলের বিবেচনায় ছিলেন না। ছিলেন না ১৫ সদস্যের এইচপি ক্যাম্পেও। তবে বিশেষ এইচপি ক্যাম্পের ৫৫ সদস্যের দলে স্পিনার ক্যাটাগরিতে ডাক পান তিনি। ভারতীয় কোচ ভেঙ্কটপতি রাজু আসার পর অনুশীলন শুরু করেন তিনি। সেখানে ভালো করার পরই নির্বাচকদের বিবেচনায় আসেন তিনি। ডাক পেলেন জাতীয় দলের ক্যাম্পে।

এখন দেখার বিষয়, হঠাৎ পাওয়া এ সুযোগ কতটুকু কাজে লাগাতে পারেন রুবেল। নিজেকে প্রমাণের সুযোগ হিসেবে আগামী ৩ ও ৬ সেপ্টেম্বর দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছেন এ বাঁহাতি স্পিনার।  
 
এর আগে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজে ছিলেন তিনি। তবে এরপর নিষিদ্ধ লিগ আইসিএলে যোগদানের পর সাময়িক নিষিদ্ধ হন। এরপর সেখান থেকে ফিরে এলে নিষেধাজ্ঞা উঠলেও জাতীয় দলে আর জায়গা হয়নি তার।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।