ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শোয়েবের কঠিন প্রতিপক্ষ ইনজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
শোয়েবের কঠিন প্রতিপক্ষ ইনজি শোয়েব ও ইনজি-ছবি:সংগৃহীত

ঢাকা: নিজের সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বোলার হিসেবে পরিচিত ছিলেন শোয়েব আখতার। এমনকি এখন পর্যন্ত সর্বোচ্চ গতির বলটি রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের অীধনেই রয়েছে।

স্বাভাবিক ভাবে উইকেটে তার সবচেয়ে বড় শত্রু হিসেবে শচীন, লারা বা পন্টিংয়ের নামই উঠে আসতে পারে। তবে গতির দানব বলছেন, স্বদেশী ইনজামাম-উল-হকই ছিলেন তার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ।

শোয়েব আখতারের কাছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানতে চান, তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কে ছিলেন?  এ সময় শোয়েব বলেন, ‘বিশ্বের অনেক ব্যাটসম্যান আছেন, যাদের বিরুদ্ধে বল করা কঠিন ছিল। তবে আমি ইনজামামকে কখনো নেটে আউট করতে পারিনি। ’

৪১ বছর বয়সী এ তারকা আরও বলেন, ‘আমি মনে করি আমার বিপক্ষে তার থেকে কেউ ভালো খেলেনি। তার ফুটওয়ার্ক ছিল খুবই দ্রুত, সে বলকে আগেই দেখতো। আমার সব সময় মনে হতো একটা বলে শট নেওয়ার আগে সে বাড়তি সময় পায়। ফলে আমি যতই দ্রুত বল করতাম সে ঠিকই সঠিক শটটি নিতে পারতো। ’

১৯৯২ সালে বার্মিংহামে অভিষেকের পর ইনজি ১২০ টেস্টে ৪৯.৬০ গড়ে ৮ হাজার ৮৩০ রান করেন। এছাড়া ৩৭৮ ওয়ানডে খেলে ৩৯.৫২ গড়ে ১১ হাজার ৭৩৯ রান করেছিলেন। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানও।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।