ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ উইকেট শিকারে বুমরাহ’র রেকর্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
টি-২০ উইকেট শিকারে বুমরাহ’র রেকর্ড ছবি:সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। এ বছরই টি-২০তে অভিষেক হওয়া বুমরাহ এখন পর্যন্ত ২১ ম্যাচে ২৮টি উইকেট নিয়ে এই কীর্তিটি গড়েন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে ২৬ রানে দুই উইকেট নিয়ে নতুন রেকর্ডের মালিক হন বুমরাহ। প্রথম ম্যাচেও তরুণ এ বোলার দুই উইকেট নিয়েছিলেন। তবে ভারত প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে না হলে সিরিজ হারে মহেন্দ্র সিং ধোনি বাহিনী।

এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার পেসার ড্রিক ন্যানেসের। ২০১০ সালে ১৪ ম্যাচে ২৭ উইকেট নিয়ে এতদিন এই রেকর্ডটির মালিক ছিলেন তিনি।

২২ বছর বয়সী বুমরাহ সর্বশেষ আইপিএলে ১৫টি উইকেট নিয়েছিলেন। মুম্বাই ইন্ডয়ানসের হয়ে খেলা এ তারকা ছিলেন যৌথভাবে অষ্টম উইকেট শিকারি।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।