ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটকে মিস করেছেন আশরাফুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ক্রিকেটকে মিস করেছেন আশরাফুল

ঢাকা: ‘ক্রিকেটকে আমি ভালবাসি। গত তিন বছর ক্রিকেটকে আমি ভীষণ মিস করেছি।

যে কারণে খেলার বাইরে ছিলাম সেই শাস্তিটা সংক্ষিপ্ত হবে না জানতাম। তাই শাস্তির পরে যেন আবার ফিরে আসতে পারি এবং যখন ফিরে আসবো তখন যেন কারো মনে না হয় যে আমি মাঠের বাইরে  ছিলাম, সেটাই আমার প্রতিজ্ঞা ছিল। এই জন্যই আমি গত তিন বছর মাঠের বাইরে থেকেও খেলেছি এবং কঠোর অনুশীলন করেছি। ’ বলছিলেন নিষেধাজ্ঞা কাটিয়ে সদ্য ফেরা টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

২০১৩ সালে বিপিএলে ম্যাচ পাতানোর দায়ে ২০১৪ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে মোহাম্মদ আশরাফুলকে নিষিদ্ধ ঘোষণা করে। প্রাথমিক পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ ৮ বছর হলেও পরে তা কমিয়ে তিন বছরে নামিয়ে আনা হয়।

গেল ১৩ আগস্ট সেই তিন বছর শেষ করে ঘরোয়া ক্রিকেট দিয়ে আবার ফিরেছেন আশরাফুল।

একথা ঠিক যে ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়ে গেল সাড়ে তিন বছর লাল-সবুজের হয়ে সাদা কিংবা রঙিন পোশাকে কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারেননি বাংলাদেশের এই কনিষ্ঠতম টেস্ট সেঞ্চুরিয়ান। তাতে কী? ক্রিকেটই যেখানে স্বপ্ন, ধ্যান, জ্ঞান সেখানে কি আর বসে থাকা যায়?
না বসে থাকেননি এই লাল-সবুজের নির্ভীক ব্যাটসম্যান। খেলে গেছেন, যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই। হোক দেশে কিংবা দেশের বাইরে।

ফিক্সিংয়ের কালো জগতে পা বাড়ানোর দায়ে আশরাফুল শুধু যে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন তা কিন্তু নয়, বঞ্চিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সকল অবকাঠামো ব্যবহারের সুযোগ থেকেও। ব্যাটিং অনুশীলনের জন্য ব্যবহার করতে পারেননি বিসিবি’র ইনডোর স্টেডিয়াম, নেট ও জিমনেসিয়াম।
 
তাই নিষেধাজ্ঞা কাটিয়ে আবার নিজেকে ফিরে পেতে গেল দুই সপ্তাহ যাবৎ ব্যবহার করছেন বাংলাদেশ ক্রিকেটের এই অবকাঠামো। যা তাকে আবার স্বপ্ন দেখাচ্ছে ভয়ঙ্কর রূপে ফিরতে।

আশরাফুল জানান, ‘গত সাড়ে তিন বছর খেলার বাইরে ছিলাম। বিসিবির অধীনে অনুশীলনের সুযোগ পাচ্ছিলাম না। তবে গত দুই সপ্তাহ ক্রিকেট বোর্ডের অধীনে অনুশীলন করছি। ঘরোয়া বা আন্তর্জাতিক ম্যাচ না খেললেও গত সাড়ে তিন বছর আমি খেলার মধ্যেই ছিলাম। আমেরিকাতে গিয়ে খেলেছি, ঢাকাতে খেলেছি। একা একা অনুশীলন করেছি। এই দীর্ঘ সময় এখানে অনুশীলনের সুযোগ না পেলেও এখন আবার পাচ্ছি। ’

এদিকে গত দুই সপ্তাহ বিসিবির অধীনে অনুশীলনের পর মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে এইচপি ট্রেনার কোরে বকিংয়ের অধীনে প্রথম ফিটনেস পরীক্ষা দিলেন অ্যাশ। আর পরীক্ষা শেষে নিজের ফিটনেস ভাল আছে বলে জানান, ‘আজকে সুযোগ হয়েছিল একটি পরীক্ষা দেয়ার। আল্লাহর রহমতে ফিটনেস ভালোই আছে। ’
 
আসছে ২০ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে লংগার ভার্সনের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। যেখানে অংশ নেয়ার কথা রয়েছে আশরাফুলের। বিসিবি এবং নির্বাচকদের অনুমতি পেলে সেখানে নিজেকে শতভাগ প্রমাণ করবেন বলে একরকম প্রতিজ্ঞাই করলেন এই টাইগার মিডল অর্ডার ব্যাটসম্যান, ‘যদি নির্বাচকরা সুযোগ দেন তাহলে খেলতে পারবো বলে আশা করছি। সেই জন্যই মূলত কঠোর অনুশীলন করছি। সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলতে চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।