ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নিশ্চিত করলো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সিরিজ নিশ্চিত করলো প্রোটিয়ারা ছবি: সংগৃহীত

ঢাকা: সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি জিতে নিয়েছে প্রোটিয়ারা। স্বাগতিকদের সিরিজ নিশ্চিত করা জয়টি ২০৪ রানের।

প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনো ফল আসেনি।

 

আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৪৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দ. আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২১৪ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে, ৪০০ রানের কঠিন টার্গেট দাঁড়ায় কিউইদের সামনে। শেষ পর্যন্ত ১৯৫ রান তুলতে সমর্থ হয় সফরকারীরা।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে অপরাজিত ১১২ রান করেন দলপতি ফাফ ডু প্লেসিস। এছাড়া, স্টিফেন কুক ৫৬, ডি কক ৮২, আমলা ৫৮, ডুমিনি ৮৮ আর ভ্যান জিল ৩৫ রান করেন। কিউইদের হয়ে ৫টি উইকেট তুলে নেন নেইল ওয়াগনার।

ব্যাটিংয়ে নেমে সফরকারী দলপতি কেন উইলিয়ামসন ৭৭, নিকোলস ৩৬, ওয়াগনার ৩১ আর ব্রাসওয়েল ১৮ রান করলেও অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নিউজিল্যান্ডকে ২১৪ রানে থামাতে তিনটি করে উইকেট দখল করেন ডেল স্টেইন এবং কেগিসো রাবাদা।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৪ রান করে ফেরেন স্টিফেন কুক। আরেক ওপেনার ডি কক ৫০ রানে বিদায় নেন। আমলার ব্যাট থেকে ১ রান আসলেও রানের খাতা খুলতে পারেননি ডুমিনি। ৬ রানে সাজঘরের পথ ধরেন ডু প্লেসিস। ভ্যান জিলের ব্যাট থেকে আসে ৫ রান। ৪০ রানে অপরাজিত থাকেন তেমবা বেভুমা।

কিউইদের হয়ে তিনটি উইকেট পান টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট নেন দুটি উইকেট।

৪০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া পেসার ডেল স্টেইনের তোপে পড়তে হয় নিউজিল্যান্ডকে। টম ল্যাথাম, গাপটিল আর টেইলর কোনো রান না করেই সাজঢ়রে ফেরেন। নিকোলাসের ব্যাট থেকে আসে ৭৬ রান। দলপতি উইলিয়ামসন করেন ৫ রান। ওয়াটলিং ৩২ আর ব্রাসওয়েল ৩০ রান করেন।

ডেল স্টেইন ৫টি উইকেট দখল করেন। এছাড়া, দুটি করে উইকেট তুলে নেন ফিল্যান্ডার এবং রাবাদা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।