ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের ওয়ানডে চূড়ায় হেলস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ইংলিশদের ওয়ানডে চূড়ায় হেলস

ঢাকা: ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের রেকর্ড গড়লেন অ্যালেক্স হেলস। ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ ইনিংসের মালিক হতে হেলস ভেঙেছেন ২৩ বছরের বেশি সময় ধরে অক্ষুন্ন থাকা রবিন স্মিথের রেকর্ডটি।

১৯৯৩ সালের ২১ মে বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৫ ওভারের ম্যাচে তিন নম্বরে নেমে ১৬৩ বলে অপরাজিত ১৬৭ রান করেছিলেন স্মিথ। দলীয় ২৭৭ রান করে ইংলিশরা। পরে মার্ক ওয়াহর সেঞ্চুরি (১১৩) আর অ্যালান বোর্ডারের অপরাজিত ৮৬ রানের সুবাদে ম্যাচটি জিতেছিল অজিরা।

ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে হেলস খেলেছেন ১৭১ রানের অসাধারণ ইনিংস। রেকর্ড বুকে ইংলিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলতে হেলস মোকাবেলা করেছেন ১২২টি বল। যেখানে তার বাউন্ডারি ছিল ২২টি আর ওভার বাউন্ডারি ছিল চারটি।

প্রথম অর্ধশতক করতে হেলস খেলেন ৫৫ বল। এরপরই ঝড় ওঠে তার ব্যাটে। অর্ধশতক থেকে সেঞ্চুরিতে যেতে বল লাগে মাত্র ২৮টি। চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি স্পর্শ করেন ৮৩ বলে। সেঞ্চুরি থেকে ১৫০ রানের কোটা পার হতে খেলেন মাত্র ২৭টি বল।

তার ২২টি বাউন্ডারিও ইংল্যান্ডের রেকর্ড। আগের রেকর্ড ছিল অ্যান্ড্রু স্ট্রাউসের, ১৯ বাউন্ডারি। এই ট্রেন্ট ব্রিজেই ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫২ রানের ইনিংসে ১৯ টি চার মেরেছিলেন স্ট্রাউস।

ওপেনার জেসন রয় ১৫ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে জো রুটের সঙ্গে হেলসের জুটি ২৪৮ রানের। মাত্র দুই রানের জন্য এই জুটিটি ইংলিশদের হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ গড়তে পারেনি। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ২৫০ রানের জুটি গড়েছিলেন অ্যান্ড্রু স্টাউস আর জোনাথন ট্রট।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৬
এমআরপি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।