ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শঙ্কায় মিনি আইপিএল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
শঙ্কায় মিনি আইপিএল ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি বছরই যুক্তরাষ্ট্রের মাটিতে মিনি আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সময় ও দর্শক সমস্যার কারণে আসরটি শঙ্কার মধ্যে পড়েছে।

এ ব্যাপারে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট আনুরাগ ঠাকুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে মিনি আইপিএলের ধারণাটি স্থগিত করতে হতে পারে। কারণ সেখানে ‘টাইম জোন’ পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের ইস্ট কোস্টে ম্যাচগুলো সকাল ১০টায় শুরু করতে হবে। তবে এমন সময় দর্শক পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। এছাড়া দেশটির অন্যকোন ভেন্যুও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না।

ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ঠাকুর বলেন, ‘আমাদের সময়ের পার্থক্যের ব্যাপারটি অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এখানে দিনে খেললে ভারতে ম্যাচগুলো রাতে দেখা যাবে। কারণ ব্রডকাস্টিং বড় একটি ব্যাপার। আর ভারতের বাইরে খেলে ঘরের দর্শকদের হারানো যাবে না। ’

তিনি আরও বলেন, ‘ভারতের বাইরে আমরা কখনোই আইপিএলের চিন্তা করিনি। এটা ভারতেই হয়ে থাকে। তবে আমরা এখানের ক্রিকেট বাজার চিন্তা করেছিলাম। ’

গত জুনে মিনি আইপিএল অথবা আইপিএল ওভারসিসের ধারণা আসে। যেখানে ঠাকুর সেপ্টেম্বর মাসকে উল্ল্যেখ করেছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেই ব্যাপারটির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে এমনটি এখনও হয়নি।

এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অথবা সংযুক্ত আরব আমিরাতে মিনি আইপিএল আসর করা পরিকল্পনা নিয়েছিল আইপিএল গভর্নি কাউন্সিল ও ওয়ার্কিং কমিটি। ঠাকুর আরও যোগ করেন, ‘আমাদের আরও বিশদ ভাবে চিন্তা করতে হবে। আমরা কোথায় খেলবো? কতগুলো দল খেলবে? কতগুলো খেলোয়াড় আসছে? কে ব্রডকাস্টার হচ্ছে? এই প্রত্যেকটি ইস্যুই বিবেচনা করতে হবে। ’

আগামী ২২ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে অবসর সময় কাটাবে ভারতীয় ক্রিকেটাররা। তাই বিসিসিআই চেয়েছিল ফাঁকা সময়টাতে মিনি আইপিএল আয়োজন করতে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।