ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হওয়ার পথে সামারাবিরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হওয়ার পথে সামারাবিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে বোলিং কোচের নাম ঘোষণা করলেও বিসিবি খুব শিগগিরিই টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে কোনো বিদেশির নাম ঘোষণা করতে পারে বলে বাতাসে গুঞ্জন উঠেছে।

দলের প্রধান কোচ চন্দিকা হাতুরুসিংহের চাহিদা মেনেই উপদেষ্টা হিসেবে একজন লঙ্কানকে আনতে যাচ্ছে বিসিবি। আর তাতে এগিয়ে রয়েছেন ৩৯ বছর বয়সী থিলান সামারাবিরা।

লঙ্কান এই সাবেক ক্রিকেটার ছাড়াও টাইগারদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে আরও আসতে পারেন অস্ট্রেলিয়ান কোনো কোচ। তবে, আসন্ন সিরিজগুলোর চাহিদা মাথাই রেখেই ব্যাটিং উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে।

আনুষ্ঠানিকভাবে সামারাবিরাকে ব্যাটিং উপদেষ্টা হিসেবে ঘোষণা না করলেও বিসিবির একটি সূত্র থেকে জানা যায়, আপাতত সামারাবিরাকে ৪৫ দিনের জন্য ব্যাটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিসিবির সঙ্গে স্বল্পকালীন চুক্তিতে তিনি আফগানিস্তান আর ইংল্যান্ড সিরিজে টাইগার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। ঈদের ছুটির পর ১৯ সেপ্টেম্বর থেকে সামারাবিরার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবার কথা। দিনপ্রতি তাকে দিতে হবে ৫০০ ইউএস ডলার।

শ্রীলঙ্কা সফরে আসার আগে অস্ট্রেলিয়ার কয়েকজন টেস্ট ব্যাটসম্যান ব্রিসবেনে থাকা সামারাবিরার শরণাপন্ন হয়েছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিক ক্রিকেটারদের পরামর্শক হিসেবেও তিনি কাজ করেছেন। লঙ্কা সফরে আসার আগে অ্যাডাম ভোজেস, শন মার্শ আর জ্যাকসন বার্ড তার কাছ থেকে ব্যাটিংয়ের টিপস নিয়েছিলেন।

শ্রীলঙ্কার হয়ে সামারাবিরা ৮১টি টেস্ট, ৫৩টি ওয়ানডে খেলেছেন। প্রায় সাড়ে পাঁচ হাজার রান করে টেস্টে ৩০টি অর্ধশতকের পাশাপাশি তার রয়েছে ১৪টি শতক। আর ওয়ানডেতে তার রয়েছে দুটি শতক।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।