ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক কথায় ‘অপূর্ব’

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এক কথায় ‘অপূর্ব’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ এ অংশ নিচ্ছেন ৯০ জন সাবেক ক্রিকেটের। ক্রিকেট মহোৎসব দেখতে কক্সবাজার ছুটে এসেছেন অনেক ক্রিকেটারের পরিবারও।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা লিগ মাতানো উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর শরিফ খান রওনক পুরো পরিবার নিয়ে এসেছেন কক্সবাজারে।

রাজশাহীর এ ক্রিকেটার খেলছেন রেনেসা গ্রুপ রাজশাহী মাস্টার্সের হয়ে। উদ্বোধনী ম্যাচে তাদের প্রতিপক্ষ কনফিডেন্স ঢাকা মেট্রো। দুপুর দুইটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়।

স্বামীর খেলা দেখার জন্য শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্যাভিলিয়নের সামনের গ্যালারিতে অধীর আগ্রহে অপেক্ষায় রওনকের স্ত্রী সাকিয়া ইয়ামিন। স্টেডিয়ামের সৌন্দর্যে মুগ্ধ তিনি। অনুভূতি জানাতে গিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘এখানে কেন বাংলাদেশের ম্যাচ হয় না? এত সুন্দর স্টেডিয়াম। এক কথায় অপূর্ব!’

ঈশিতা একা নন, তার সঙ্গে ৬ বছরের মেয়ে আলিনা মাহানুর, ভাই মাহমুদুল হাসান শিফাত, বোন ফাতেমা ফিরোজ ও খালাতো বোন জেরিন তাসনিম। পরিবার নিয়ে ঘুরে দেখছেন সমুদ্র সৈকত। সাগরপাড়ের সৌন্দর্যের সঙ্গে স্টেডিয়ামের সৌন্দর্য মিলে কক্সবাজারে দারুণ সময় কাটাচ্ছে পরিবারটি।

ক্রিকেট কার্নিভাল নিয়ে সাকিয়া ইয়ামিন বললেন, ‘পরিবারের অনেকেই রওনকের খেলা দেখেনি। আমি দেখেছি। এখন ভাই-বোনরা দেখতে পাবে। এতদিন পর আবার সুযোগ হচ্ছে তার খেলা দেখার। আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। ’

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম দিনে আজ দুটি ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠে গড়াচ্ছে একটি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ০১ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি
** ১৪০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা বিসিবির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।