ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে কাজ করবেন সাকলাইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৬
টাইগারদের বিপক্ষে কাজ করবেন সাকলাইন ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের স্পিন বোলিং পরামর্শক হিসেবে আবারও যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাক। ফলে তার কাছ থেকে দলটির আগামী বাংলাদেশ ও ভারত সফরে মঈন আলী ও আদিল রশিদরা উপমহাদেশে বোলিং করার কৌশল শিখে নিতে পারবেন।

ইংলিশ মিডিয়া দ্য টেলিগ্রাফ জানায়, বাংলাদেশ ও ভারত সিরিজে স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করার জন্য সাকলাইনকে দলে নিচ্ছে ইসিবি। যাতে করে উপমহাদেশের সুবিধে কাজে লাগাতে পারে ইংলিশ স্পিনাররা।

ইংল্যান্ডের বর্তমান স্পিনার হিসেবে নিয়মিত খেলছেন মঈন ও রশিদ। তবে দু’জনেরই সর্বশেষ এশিয়া সফরে সংযুক্ত আরব আমিরাতে সময়টা ভালো কাটেনি। পাকিস্তানের বিপক্ষে সেবার ব্যর্থ হয়েছেন তারা।

এদিকে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওল্ড ট্রার্ফোড টেস্টে কাজ করেছিলেন সাকলাইন। সেবার মঈন ও আদিলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে দুশরার জনক সাকলাইনের। সে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন মঈন। আর এবারও ইতিবাচক ফলের আশায় রয়েছে ইসিবি।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।