ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজকে আইসিসি-হায়দ্রাবাদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
মোস্তাফিজকে আইসিসি-হায়দ্রাবাদের শুভেচ্ছা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: সবাইকে ফাঁকি দিয়ে মনের টানে স্কুল পালিয়ে চলে যেতেন ক্রিকেট মাঠে। সেই ছেলেটিই বাংলাদেশের ক্রিকেটের বিস্ময় বালক মোস্তাফিজুর রহমান।

বর্তমান ক্রিকেট বিশ্বের বিস্ময় মোস্তাফিজের ২১তম জন্মদিনটা কেটেছে বেশ সাদামাটা ভাবেই। শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখেই সময় কাটিয়েছেন ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে পড়া এ পেসার।

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজ আজকের এই দিনে (০৬ সেপ্টেম্বর ১৯৯৫) সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন।

তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির ভেরিফাইড পেজ থেকে মোস্তাফিজকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় লেখা হয়, ‘তিনি এমন একজন তরুণ ক্রিকেটার যিনি তার পারফরম্যান্স দিয়ে প্রথম টেস্ট ও ওয়ানডেতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তিনি দ্বিতীয় ক্রিকেটার যিনি প্রথম দুই ওয়ানডেতে পাঁচ উইকেট পেয়েছেন। শুভ জন্মদিন মোস্তাফিজুর ‘দ্য ফিজ’ রহমান। ’

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অফিসিয়াল টুইটার থেকেও মোস্তাফিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।

এদিকে, মোস্তাফিজের আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, ‘আজকের দিনটি ফিজ ডে! আমাদের বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে তার জন্মদিনের অনেক শুভেচ্ছা। ’

১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মোস্তাফিজ জন্মগ্রহণ করেন।

আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন মোস্তাফিজ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি এ বিরল সম্মানের অধিকারী হন। সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।