ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বুধবার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল 

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
বুধবার মাস্টার্স ক্রিকেট কার্নিভালের ফাইনাল  ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের (এমসিসি) ফাইনাল ম্যাচ বুধবার (০৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে হাসিবুল হোসেন শান্তর দল এক্সপো অলস্টারস মাস্টার্সের মুখোমুখি হবে হাবিবুল বাশার সুমনের জেমকন খুলনা মাস্টার্স।

দুপুর ২টায় শুরু হবে ২৫ ওভারের এ ম্যাচটি।

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল শুরু হয়েছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৬ দলের হয়ে অংশ নেন প্রায় ৯০ জন সাবেক ক্রিকেটার। সাগরপাড়ে ব্যাট-বলের লড়াইয়ে মাতেন আকরাম খান, নাইমুর রহমান দুর্জয়, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপির মতো ক্রিকেটাররা।

কক্সবাজার পর্ব শেষ করে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

ফাইনাল শেষে সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে কোচ, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের। এমসিসি’র সম্মাননা পাচ্ছেন- জালাল আহমেদ চৌধুরী (কোচ), ওসমান খান (কোচ), সৈয়দ আলতাফ হোসেন (কোচ), আফজালুর রহমান সিনহা (সংগঠক), মাহবুবুল আনাম (সংগঠক), দিলু খন্দকার (ক্রীড়া সাংবাদিক), উৎপল শুভ্র (ক্রীড়া সাংবাদিক), আরিফুর রহমান বাবু (ক্রীড়া সাংবাদিক), খন্দকার তারেক (ফটো সাংবাদিক), শামসুল হক টেংকু (ফটো সাংবাদিক), মীর ফরিদ (ফটো সাংবাদিক)।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।