ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে আকমলের ঝড়ো সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
টি-টোয়েন্টিতে আকমলের ঝড়ো সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় দলে সবশেষ টেস্ট খেলেছিলেন ২০১১ সালে আর ওয়ানডেতে নেমেছিলেন গত বছর মার্চে। পাকিস্তানের ২৬ বছর বয়সী ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলকে জাতীয় দলে উপেক্ষিতই ধরা চলে।

তবে, শৃঙ্খলাভঙ্গের দায়ে বারবার বাদ পড়া সমালোচিত এই পাকিস্তানি ক্রিকেটার দেশটির ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত শতক হাঁকিয়েছেন। লাহোর হোয়াইটসের হয়ে রাওয়ালপিন্ডির বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ১১৫ রান করে অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচে ৭৫ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

আগে ব্যাট করা লাহোর নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে তোলে ১৭৫ রান। জবাবে, ৭ উইকেট হারানো রাওয়ালপিন্ডির ইনিংস থামে ১৫৬ রানে। ১৯ রানের জয় তুলে নেওয়া ম্যাচে সেরা নির্বাচিত হন উমর আকমল।

লাহোরের হয়ে ওপেনিংয়ে নামা সালমান বাট ২২ ও কামরান আকমল ২২ রান করে বিদায় নেন। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন উমর আকমল। তার ৪৮ বলের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারির মার। যার ৯টিই ছিল ওভার বাউন্ডারি। অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন তিনি। ৪৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আকমল।
ইয়াসির আরাফতের করা ১৯তম ওভারের প্রথম চারটি বলেই চারটি ছক্কা হাঁকান তিনি। পঞ্চম বলে চার হাঁকালেও পরের বলে আবারো ছক্কা হাঁকান আকমল।
 
পরের ম্যাচে করাচি ব্লুজের বিপক্ষে ৪২ বলে ৬টি চার আর ৫টি ছক্কায় তিনি ৭৫ রান করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ০৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।