ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান ছবি: সংগৃহীত

ঢাকা: মঈন আলীর পথ ধরে ইংল্যান্ডের হয়ে বাংলাদেশ সফর করার ঘোষণা দিয়েছেন ক্রিস জর্ডান। এ সিরিজকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ২৭ বছর বয়সী এ ডানহাতি পেসার।

নিরাপত্তা ইস্যুর শঙ্কা দূর করে গত ২৫ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশ সফরে আসার সবুজ সংকেত দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে ঢাকায় পা রাখবে ইংলিশ ক্রিকেট টিম।

অলরাউন্ডার মঈন আলী ছাড়াও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন জনি বেয়ারস্টো ও টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। তবে খানিকটা উদ্বিগ্ন ওপেনার অ্যালেক্স হেলস ও ওয়ানডে দলপতি ইয়ন মরগান। সে যাই হোক, টাইগারদের বিপক্ষে আসন্ন সিরিজে সব ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ ট্রেভর বেইলিস।

ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ম্যাচ (৭ সেপ্টেম্বর) সামনে রেখে প্রেস কনফারেন্সে বাংলাদেশ সফর প্রসঙ্গে কথা বলেন জর্ডান, ‘যদি স্কোয়াডে থাকি, আমি অবশ্যই যাব। তারা (বাংলাদেশ) বলেছে, সেখানে প্রয়োজনের চেয়েও অধিক নিরাপত্তা দেবে। ’

ইংল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলের অন্য সদস্যরা যদি এখনো উদ্বিগ্ন থাকে সেটিকে স্বাভাবিক চোখেই দেখছেন জর্ডান, ‘এটা উপযুক্ত পরিস্থিতি নয়, কিন্তু অতীতে যাই হোক না কেন আমরা এটা পরিবর্তন করতে পারবো না। ’

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:
প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) – চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) – মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।