ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফুরিয়ে যাননি ইমরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
ফুরিয়ে যাননি ইমরুল ইমরুল কায়েস-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে হোমে সিরিজের আগে ২৫, ২৮ সেপ্টম্বর এবং ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। আর তাতে করে আখেরে বাংলাদেশই উপকৃত হবে বলে মনে করেন টাইগার ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস।


 
বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশে ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি একথা বলেন। ইংল্যান্ড সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটির উপর গুরুত্বারোপ করে ইমরুল আরও বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে খেলাটা আমার জন্য একটা সুযোগ। ওরা এশিয়ার মধ্যে এখন ভাল দল, বেশ উন্নতি করেছে। তবে আমরা যদি ভাল ক্রিকেট খেলি তাহলে ওদের বিপক্ষে জিততে সমস্যা হবে না। ইংল্যান্ডের আগে আফগানিস্তানকে পাচ্ছি এটা আমাদের জন্যই ভাল। ’
 
ব্যাট হাতে সাধারণত ওপেনিংয়েই ব্যাটিং করে থাকেন ইমরুল। কিন্তু কখনও কখনও দেখা যায় তার অর্ডার পরিবর্তন হয়েছে। শুধু অর্ডারই নয় টেস্টে তার বিকল্প আপাতত না থাকলেও পারফরম্যান্সের কারণে সময়ে জাতীয় দলের ওয়ানডে সিরিজ গুলোতেও নিয়মিত খেলতে পারছেন না। তবে ইমরুল মনে করেন না যে তিনি শুধুই টেস্ট প্লেয়ার। টেস্টের মত ওয়ানডে ও টি-টোয়েন্টিতো তিনি সমান পারদর্শী বলে বিশ্বাস করেন।         

ইমরুল বলেন, ‘শুরু থেকেই আমি ওপেনিংয়ে খেলে আসছি। এখানেই সব থেকে ভাল হয়। তবে উঠা নামা করলে সমস্যা হয়। কিছু করার নেই। দল থেকে বাদ পড়ে অভ্যস্ত হয়ে গেছি তাই এখন আর এসব নিয়ে ভাবি না। বিশ্বকাপেও আমার থাকার কথা ছিল কিন্তু ছিলাম না। প্রথমে খারাপ লেগেছে পরে অবশ্য ভেবেছি এটাই জীবন। তবে এখন চ্যালেঞ্জ হলো নিজেকে কতদূর নিয়ে যেতে পারি সেটাই। ’
 
তিনি আরও যোগ করেন, ‘আমি বিশ্বাস করি না যে আমি শুধুই একজন টেস্ট ক্রিকেটার। আমার বিশ্বাস টেস্টের পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও আমি সমান পারদর্শী। নিজেকে নতুন করে প্রমানের আর কিছু নেই। আমি জানি কোনটা করতে পারি আর কোনটা করতে পারি না। আমি মনে করি এখন সব ফরম্যাটের জন্যই আমি ফিট। ’
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ৭ সেপ্টম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।