ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সমর্থনে আইসিসি, দ্বি-স্তর নীতি বাতিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বাংলাদেশের সমর্থনে আইসিসি, দ্বি-স্তর নীতি বাতিল

ঢাকা: টেস্ট ক্রিকেটের দ্বি-স্তর নীতি থেকে সরে আসলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার দুবাইয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক নির্বাহী বৈঠকে বাতিল করা হয় প্রস্তাবটি।

যদিও টেস্ট খেলা ছয়টি দেশ এই প্রস্তাবে ইতিবাচক ছিল। এ নীতি থেকে সরতে কোনো ধরনের ভোটাভুটির প্রয়োজন হয়নি।

দ্বি-স্তর নীতিটি হলো টেস্ট খেলুড়ে দেশগুলোকে দু’ভাগে ভাগ করে ফেলা। যেখানে র্যাংকিংয়ের শীর্ষ সাত দল খেলবে একসঙ্গে। আর টেস্টের ১০ দলের মধ্যে নিচের বাকি তিন দেশ খেলবে ইন্টারকন্টিনেন্টাল কাপের সেরা দুই দলের বিপক্ষে। ইন্টারকন্টিনেন্টাল কাপে সেরা দুই দল বর্তমানে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

বাংলাদেশের বর্তমান টেস্ট র্যাংকিং নয় নম্বর। ফলে দ্বি-স্তর নীতি যদি বাস্তবায়ন হতো তবে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ হারাতো টাইগাররা। তাই এ প্রস্তাবটির প্রথমেই বিরোধীতা করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে একই সুরে ঠোট মেলায় শ্রীলঙ্কা, ভারত ও জিম্বাবুয়ে। ফলে শেষ পর্যন্ত সরে আসতেই হলো আইসিসিকে।

এ ব্যাপারে আইসিসি’র প্রধান নির্বাহী বলেন, ‘আমরা এক সিদ্ধান্তে টেস্টের দ্বি-স্তর নীতি থেকে সরে আসলাম। বিসিসিআই (ভারত) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, বিসিবি (বাংলাদেশ) ও জিম্বাবুয়ে ক্রিকেট এর বিরোধীতা করেছে। যেখানে এর সমর্থনে ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা দারুণ খুশি। আমরা আমাদের ব্যাপারটি অন্য কয়েকটি দেশকেও বোঝাতে পেরেছি। আমি মনে করি তারা আমাদের অবস্থা বুঝতে পেরেছে। আমি আইসিসিকেও কৃতজ্ঞতা জানাতে চাই। দ্বি-স্তর পদ্দতি এখন টেবিলের বাইরের খবর। আমরা এখন ক্রিকেটের নতুন স্ট্রাকচার নিয়ে ভবিষ্যতে এগোবো। ’

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

**টেস্টের দ্বি-স্তর প্রস্তাব বাতিলে উচ্ছ্বসিত পাপন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।