ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে সেমিতে ইউল্যাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
হাড্ডাহাড্ডি লড়াইয়ে জিতে সেমিতে ইউল্যাব

ঢাকা: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস এ অংশগ্রহণ করা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আবারো জয় পেয়েছে। আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া (দক্ষিণ আফ্রিকা) এক উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি।

নিজেদের প্রথম ম্যাচে ইউল্যাব অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ইউনিভার্সিটি অব সিডনিকে তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়।

৫-৭ সেপ্টেম্বর ২০১৬ শ্রীলঙ্কার কলম্বোতে ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কলম্বোর গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে।

সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ড মাঠে প্রোটিয়া দলটির বিপক্ষে আগে ফিল্ডিংয়ে নামে ইউল্যাব। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। প্রোটিয়াদের হয়ে ইভান জোনস ৩৯, টনি ৩৭ রান করেন। ইউল্যাবের হয়ে আনজুম আহমেদ ২৭ রানে তিনটি আর আরিফুর রহমান ৩০ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন।

১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শেষ বলে জয়ের জন্য দুই রান প্রয়োজন হয় ইউল্যাবের। প্রয়োজন অনুযায়ী শেষ বলে দুই রান নিয়ে সেমিতে খেলার টিকিট নিশ্চিত করে ৯ উইকেট হারানো ইউল্যাব। দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৫০ রান করেন অভিষেক মিত্র।

প্রোটিয়াদের হয়ে ভিনসেন্ট মুর, লুনগি আর থমাস কাবের দুটি করে উইকেট দখল করেন।

রেড বুল ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), বাংলাদেশ; বিজনেস ম্যানেজমেন্ট স্কুল (বিএমএস), কলম্বো, শ্রীলঙ্কা; ইউনিভার্সিটি অব সিডনি, অস্ট্রেলিয়া; লাফবার্গ ইউনিভার্সিটি, ইংল্যান্ড; মারাঠাওয়াড়া মিত্র মন্ডল কলেজ অব কমার্স (এমএমসিসি), ভারত; ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব, লাহোর, পাকিস্তান; আসুপল টাকসক্রিকেট ইউনিভার্সিটি অব প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকা; হেরিয়ট ওয়াট ইউনিভার্সিটি, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

স্বাগতিক শ্রীলঙ্কা সহ বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের এই আটটি বিশ্ববিদ্যালয়ের দল রেড বুল আয়োজিত ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ড ফাইনালস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গত ০৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় পৌঁছায়।

প্রাইভেট ইউনিভার্সিটি টি-টুয়েন্টি ক্রিকেট চ্যাম্পিয়ন ২০১৬’তে চ্যাম্পিয়ন হওয়ায় ইউল্যাব ক্যাম্পাস ভিত্তিক আন্তর্জাতিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করার আমন্ত্রণ পায়। ২০১২ সালেও ইউল্যাব ঐ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ থেকে একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে অংশগ্রহণ করেছিল।

বাংলাদেশ সময়: ০১০৫‍ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।