ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ সফরের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেননি দলটির সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান। তার এমন সিদ্ধান্তহীনতাকে ভালো চোখে দেখছেন না দলটির ব্যাটিং কোচ মার্ক রামপ্রকাশ।

ইংল্যান্ডের ব্যাটিং কোচ জানান, মরগানের এমন দ্বিধা আমার ভালো লাগছে না। আমি অবাক হচ্ছি, একজন পেশাদার ক্রিকেটার হয়েও কেন সে বাংলাদেশ সফরে যেতে কুণ্ঠাবোধ করছে। দলের নিরাপত্তা প্রধান রেগ ডিকাসনের উপর তার আস্থা রাখা উচিৎ।

ইংল্যান্ড জাতীয় দলের টেস্ট দলপতি অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসতে চাইলেও এ সফরে নিরাপত্তা ঝুঁকি থাকার প্রসঙ্গে মরগান সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

মরগান জানিয়েছিলেন, ‘এটা অবশ্যই ব্যক্তিগত মতামত। সুতরাং একজনের সিদ্ধান্ত আরেক ক্রিকেটারের ওপর প্রভাব বিস্তার করবে না। আসলে সন্ত্রাসী হামলার দুই মাসের মধ্যে যদি সিদ্ধান্ত নিতে বলা হয়, তবে সময়টা খুবই কম। এ নিয়ে আরও চিন্তার বিষয় আছে। এতো কম সময়ে সিদ্ধান্ত নেওয়াটা সহজ না। তবে আমি ইসিবির কাছে সময় চেয়েছি। আমার মনে হয় আরও সময় পাবো। যাতে করে শতভাগ আত্মবিশ্বাসী হয়ে সিদ্ধান্ত নিতে পারি। আর সফরটি আরও নিরাপদ অনুভব হয়। ’

মরগান ইস্যুতে রামপ্রকাশ জানান, আমি বোর্ডের সিদ্ধান্তকে মেনে নেব, যখন বোর্ডের নিরাপত্তা প্রধান সবুজ সংকেত দেবে এবং আমাদের নিরাপদ ভাববে। বাংলাদেশ সফরের ব্যাপারটি এখন সরাসরি ইতিবাচক মনোভাব নিয়ে বলা উচিৎ। এটা নিয়ে কোনো দ্বিধা থাকা উচিৎ নয়। মরগান অনেক অভিজ্ঞ একজন ক্রিকেটার। সে ইতোমধ্যে ভারতে আইপিএল খেলেছে। তাহলে আমি কেন অবাক হবো না যখন সে ভারতের পাশ্ববর্তী বাংলাদেশ সফরের ব্যাপারে দ্বিধা করবে?

বাংলাদেশ সফরে না এলে আন্তর্জাতিক ক্যারিয়ার ঝুঁকির মধ্যে মরগানের-এমনটি জানিয়েছিলেন দেশটির ক্রিকেট তারকা কেভিন পিটারসেন। তিনি বলেন, এটা ক্রিকেটারদের নিজস্ব ব্যাপার হলেও দলের প্রয়োজনে বোর্ড মরগানকে যেতে বলবে। নয়তো তার নামের পাশে লাল-কালি পড়ে যাবে। যেহেতু কুক টেস্ট দলকে নেতৃত্ব দিতে বাংলাদেশে যাবে, সেহেতু ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মরগানের উপর চাপ তৈরি হবে। তার না যাওয়ার ব্যাপারটি নেতিবাচক হলে তার আন্তর্জাতিক ক্যারিয়ার ঝুঁকির মধ্যেই থাকবে। তখন অনেকেই বলবে ‘আমরা যদি যেতে পারি কেন তুমি যেতে পারবে না? তুমি কেন অন্যদের থেকে নিজেকে এতো গুরুত্বপূর্ণ ভাবছো?’

এদিকে, ব্যাটিং কোচ আরও যোগ করেন, ‘দলের ম্যানেজমেন্ট চাইছে সকল ক্রিকেটার বাংলাদেশ সফর করুক। একজন, দুইজন কিংবা তিনজনকে ছেড়ে এই সফরে যাওয়ার ব্যাপারে বোর্ড আপত্তি তুলতেই পারে। ইংল্যান্ড এই মুহূর্তে দুর্দান্ত একটি দল। মরগানের নেতৃত্বে দলটি বেশ ভালো পারফর্ম করছে। কিন্তু, নিয়মিত অধিনায়ক যদি একটি সফরে নিজেকে গুটিয়ে রাখতে চায়, সেক্ষেত্রে দলের বাকি সদস্যদের উপর কিছুটা হলেও নেতিবাচক প্রভাব পড়বে। ’

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।