ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিত্যক্ত হওয়া ম্যাচে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
পরিত্যক্ত হওয়া ম্যাচে নামবে বাংলাদেশ ছবি: সংগৃহীত

ঢাকা: সব ম্যাচে জয়ের আশা নিয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে হারের পর দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) মাঠে নামা হয়নি বাংলাদেশের।

বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

উত্তর আয়ারল্যান্ডের ব্রিডিতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ায়নি। ফলে, ম্যাচের অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

তবে, বাংলাদেশের অনুরোধে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড প্রথম ম্যাচটির সূচিতে পরিবর্তন এনেছে। বৃহস্পতিবার যে ম্যাচটি হয়নি, সেটি শুক্রবার মাঠে গড়ানোর কথা।

প্রথম ম্যাচের ভেন্যুও পরিবর্তন করেছে আইরিশ ক্রিকেট বোর্ড। সফরকারীদের বিপক্ষে ব্রিডি থেকে ম্যাচের ভেন্যু বেলফাস্টের শ’ব্রিজে নিয়ে আসে।  

এর আগে প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি জাহানারা আলমরা। প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ৬ রানে হারের পর সিরিজের শেষ ম্যাচ ধুয়ে যায় বৃষ্টিতে। সিরিজে ১-০ তে হার মেনেই জাহানারাদের ওয়ানডের লড়াই শুরু করার কথা ছিল।

তবে, বৃষ্টির কারণে আর প্রতিকূল আবহাওয়ার কারণে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডেতেও কোনো বল মাঠে গড়াতে পারেনি। তাই বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে সূচিতে পরিবর্তন আনে আইরিশরা। বোর্ডের এক মুখপাত্র জানান, ‘দুর্ভাগ্যবশত উত্তর আয়ারল্যান্ডের আবহাওয়া বাজে হয়ে যায়। বৃহস্পতিবারও ম্যাচ হয়নি। তাই আমরা অতিথিদের অনুরোধেই শুক্রবার ম্যাচটি আয়োজন করতে চেয়েছি। তবে, পূর্বের সূচি অনুযায়ী দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি ব্রিডির ভেন্যুতেই হবে। যদিও সেখানে পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম। ’

এদিকে, জরুরি ভিত্তিতে বেলফাস্টে ম্যাচ আয়োজনে আইরিশ ক্রিকেট বোর্ড শ’ব্রিজের স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানিয়েছে।

এবারই প্রথম ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক জাহানারা আলমের কাঁধে। কাঁধের ইনজুরির কারণে আয়ারল্যান্ড সিরিজের দল থেকে ছিটকে পড়েন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক সালমা খাতুন।

ব্রিডিতে আগামীকাল (১০ সেপ্টেম্বর) দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামার কথা দুই দলের।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।