ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাককালামের সেরা এগারো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
ম্যাককালামের সেরা এগারো

ঢাকা: ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা একাদশ তৈরি করেছেন নিউজিল্যান্ডের সাবেক দলপতি ব্রেন্ডন ম্যাককালাম। যেখনে পাকিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ের কোনো কিংবদন্তি কিংবা বর্তমান ক্রিকেটার জায়গা পাননি।

সম্প্রতি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসের ইউটিউব চ্যানেল ম্যাককালামের সর্বকালের সেরা একাদশের একটি ভিডিও প্রকাশ করে।

কিউই এই তারকার একাদশে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ চারজন, ওয়েস্ট ইন্ডিজের তিনজন, ভারতের একজন, দক্ষিণ আফ্রিকার একজন রয়েছেন। নিজ দেশ থেকে তিনি আরও দুই ক্রিকেটারকে রেখেছেন।

ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকার আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল রয়েছেন এই একাদশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তিন নম্বরে পজিশনে ব্যাট হাতে ম্যাককালামের একাদশে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক দলপতি রিকি পন্টিং।

চার ও পাঁচ নম্বরে দায়িত্ব উঠেছে ক্রিকেটের বরপুত্র খ্যাত ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান লারা আর স্যার ভিভ রিচার্ডসের উপর। স্যার ভিভ রিচার্ডসকে এই একাদশের অধিনায়ক করা হয়েছে। ছয় নম্বরে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। আর সাত নম্বরে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট।

ম্যাককালামের একাদশে তিন পেসারের সঙ্গে রয়েছেন একজন স্পিনার। অস্ট্রেলিয়ার পেসার মিচেল জনসনের সঙ্গে নতুন বলের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। স্পিনার হিসেবে রয়েছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। আর বাকি পেসার হিসেবে দায়িত্ব পালন করবেন কিউই তারকা টিম সাউদি।

ম্যাককালামের নির্বাচিত একাদশে বর্তমান সময়ের আলোচিত ইংলিশ ব্যাটসম্যান জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, প্রোটিয়া তারকা এবিডি ভিলিয়ার্স, ভারতের বিরাট কোহলির জায়গা হয়নি। এছাড়া, ব্যাটিং অর্ডার আর ক্যারিয়ার পজিশনে জায়গা হয়নি রাহুল দ্রাবিড় (মিডলঅর্ডার), মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), পাকিস্তানের ওয়াসিম আকরাম (পেসার), সাকলাইন মুশতাক (স্পিনার), অজি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা, ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস কিংবা কোর্টনি ওয়ালশ (পেসার), প্রোটিয়া গতিদানব ডেল স্টেইনের।

ম্যাককালামের সর্বকালের সেরা একাদশ:
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ও শচীন টেন্ডুলকার (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ), স্যার ভিভ রিচার্ডস (অধিনায়ক, ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), মিচেল জনসন (অস্ট্রেলিয়া), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), টিম সাউদি (নিউজিল্যান্ড)।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।