ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিল্লিতে গেইলের আত্মজীবনী প্রকাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
দিল্লিতে গেইলের আত্মজীবনী প্রকাশ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে নিজের প্রথম আত্মজীবনী ‘সিক্স মেশিন’ প্রকাশ করেছেন ক্রিস গেইল। এতে ওয়েস্ট ইন্ডিজ তারকার ব্যক্তিজীবন ও ক্রিকেট ক্যারিয়ারের জানা-অজানা অনেক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন ভক্ত-সমর্থকরা।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর দিল্লির একটি হোটেলে গেইলের আত্মজীবনী উন্মোচন করেন। সেখানে আরও উপস্থিত থাকেন বীরেন্দর শেবাগ।

এক বিবৃবিতে নিজের প্রথম আত্মজীবনী প্রকাশ করতে পেরে বেশ উচ্ছ্বাসই ঝরে গেইলের কণ্ঠে, ‘আমার প্রথম বইটি প্রকাশ করা নিয়ে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, এটা দূরদূরান্তে পৌঁছে যাবে। ক্রিকেট ও এর বাইরে এখানে অনেক স্টোরি রয়েছে এবং গোপনীয় কিছু আছে যা সবার সঙ্গে শেয়ার করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। আমি মজা করতেই পছন্দ করি। একঘেঁয়েতে আমি বিশ্বাসী না। সব দিক থেকে ‘সিক্স মেশিন’ আমি নিজেই। ’

গেইলের আত্মজীবনী উন্মোচন করে তাকে অভিনন্দন জানান অনুরাগ ঠাকুর, ‘ক্রিস গেইলের আত্মজীবনীর শিরোনাম ‘সিক্স মেশিন’ তাকে যথাযোগ্যভাবে বর্ণনা করছে। বস্তুত, ক্রিকেটে তার যে অবদান তা প্রত্যক্ষ করতে পেরে আমি উচ্ছ্বসিত। সে সেরা ক্রিকেটারদের একজন যাদের সাফল্য শুধুমাত্র স্কোরশিট দিয়ে পরিমাপ করা যায় না। ’

‘সে তার ব্যাটিং স্কিল দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে এবং নিশ্চিতভাবেই তা অব্যাহত থাকবে। আমি তার আত্মজীবনী উন্মোচনে যুক্ত হতে পেরে আনন্দিত এবং ‘সিক্স মেশিন’ এর সাফল্য কামনা করছি। ’-যোগ করেন বিসিসিআই প্রেসিডেন্ট।

গেইলের ভূয়সী প্রশংসাই করেন শেবাগ, ‘ক্রিস (গেইল) অন্যতম মজাপ্রিয় ও প্রকৃত মানুষ যার সঙ্গে যোগাযোগ রাখতে পেরে আমি আনন্দিত। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা তার ব্যাটিংয়েই প্রকাশ পাচ্ছে। আমি খুশি যে, আরো অনেক মানুষ এখন আসল গেইল সম্পর্কে জানবে, ব্যক্তিত্বের পেছনের ব্যক্তি। অামি নিশ্চিত, বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা ‘সিক্স মেশিন’ ভালোভাবেই গ্রহণ করবেন। ’

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।