ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৪ নভেম্বর শুরু বিপিএলের চতুর্থ আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
৪ নভেম্বর শুরু বিপিএলের চতুর্থ আসর

ঢাকা: চলতি বছরের ৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক প্রেস রিলিজে এমনটি নিশ্চিত করা হয়।

যেখানে ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

এবারের আসরে সাতটি দল অংশগ্রহন করবে। খুলনা ও রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজি আবারও বিপিএলে ফিরছে। আর আগের দল হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস থাকছে। তবে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করায় অংশগ্রহন করতে পারছে না সিলেট সুপারস্টারস।

খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞাইজির স্বত্ত্ব বিক্রি করতে বিসিবি চারটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে। এরা হলো, জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ, তানভির ফুড লিঃ (মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান) ও ল্যাবএইড গ্রুপ। আগামী ঈদ-উল-আযাহার পরই বিসিবি জানাবে কারা দল পাচ্ছে।

এর আগে বিপিএলের তিনটি আসর অনুষ্ঠিত হয়। প্রথম দু’বার ঢাকার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়। আর সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিরোপা ঘরে তোলে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস/এইচএল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।