ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
‘স্নাইপার আর ট্যাংক’ নিরাপত্তা দেবে ইংলিশদের! ছবি:সংগৃহীত

ঢাকা: ঘনিয়ে আসছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের সময়। এরই মধ্যে দু’দেশ নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে।

আর নিরাপত্তায় যাতে কোনো রকম ব্যাঘাত না হয় সে জন্য বাংলাদেশ সফরে ক্রিকেটারদের ‘স্নাইপার ও ট্যাংক’ দিয়ে সুরক্ষার ব্যবস্থা করা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এমন একটি খবর প্রকাশ করে। যেখানে বলা হয়, ইংলিশ ক্রিকেটারদের স্নাইপার ও ট্যাংক দিয়ে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামে দু’দলের টিম হোটেলের বাইরে প্রচুর নিরপত্তাকর্মী নিয়োজিত থাকবে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ম্যাচ ও অনুশীলনের দিন কোনো ক্রিকেটারকে হোটেলে থাকার অনুমতি দেওয়া হবে না। এমনকি দলের কোচের সঙ্গেও গার্ড নিয়োগ দেওয়া হবে।

গত জুলাইয়ে বাংলাদেশে দুটি বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে ইংল্যান্ডের আসন্ন সিরিজটি নিয়ে শঙ্কা জাগে। কিন্তু ইসিবি’র নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন বাংলাদেশে এসে পরিস্থিতি পর্যালোচনা করে ইংল্যান্ডের সফরের জন্য সবুজ সংকেত দেন।

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

**বাংলাদেশ সফরে ইংলিশদের সম্ভাব্য স্কোয়াড
** বাস্তবতাকে মেনেই বাংলাদেশ সফরে আসবেন ব্রড
**দেশের সম্মান নষ্ট করে ঝুঁকিতে পড়ছেন মরগান!
** বাংলাদেশে আসছেন না মরগান, অধিনায়ক বাটলার
** মরগানের না আসার সম্ভাবনাই বেশি
** ‘আইপিএল খেলতে ভারতে গেলে, বাংলাদেশ কেন নয়’
** বাংলাদেশে আসছেন না স্টোকস-মার্ক উড
** বাংলাদেশ সফরে আগ্রহী গ্যারি ব্যালান্স
** বাংলাদেশ সফরে না গেলে জায়গা হারাতে পারেন মরগানরা
** বাংলাদেশ সফরে আসতে চান ক্রিস জর্ডান
** বাংলাদেশ সফর না করলে ঝুঁকিতে থাকবেন মরগান
** বাংলাদেশ সফরে সব ক্রিকেটারকে চান ইংলিশ কোচ
** বাংলাদেশ সফরে ইংলিশদের তৃতীয় স্পিনার ডসন
** বাংলাদেশ সফরে অবশ্যই আসবেন মঈন
** বাংলাদেশ সফরে এখনও অনিশ্চিত মরগান
** লাহোর হামলায় আহত কোচও আসছেন বাংলাদেশে
** বিশ্বাস রেখে বাংলাদেশে আসতে চান বেয়ারস্টো
** বাংলাদেশ সফরে দোটানায় হেলস
** বাংলাদেশের পাশে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান লোয়ি
** পরিবারের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন প্লাঙ্কেট
** বাংলাদেশ সফর নিশ্চিত করলেন কুক
** বিসিবি-ইসিবিকে ধন্যবাদ জানিয়েছে আইসিসি
** ইনজুরিতে অ্যান্ডারসন-ব্রড, বাংলাদেশ সফরে আশাবাদী
** সফর না করলে ঝুঁকিতে পড়বে ইংলিশ ক্রিকেটাররা
** জাতীয় দলে ব্রাত্য পিটারসেনের অদ্ভুত বার্তা
** প্রতিটি ক্রিকেটারের অংশগ্রহণ চান স্ট্রস
** ইংল্যান্ডের বাংলা সফর, অস্ট্রেলিয়াকে জবাব!
** ‘১৬ কোটি মানুষের দোয়া বৃথা যেতে পারে না’
** ইংল্যান্ড সঠিক সিদ্ধান্ত নিয়েছে: পাপন
** টাইগারদের বিপক্ষে থাকবেন অ্যালিস্টার কুক?
** ইসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি
** বাংলাদেশ সফরে ইংল্যান্ডের সবুজ সংকেত

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।