ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের হয়ে রুমানা প্রথম, নারীদের ক্রিকেটে নবম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
টাইগ্রেসদের হয়ে রুমানা প্রথম, নারীদের ক্রিকেটে নবম ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছেন রুমানা আহমেদ। তিন ফরমেটের ক্রিকেটে এটাই টাইগ্রেসদের হয়ে প্রথম কোনো নারী ক্রিকেটারের হ্যাটট্রিক।



আয়ারল্যান্ডের বিপক্ষে বেলফাস্টে দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে রুমানার হ্যাটট্রিকে ১০ রানের জয় পায় সফরকারী বাংলাদেশ। এ লেগস্পিনার ম্যাচসেরাও নির্বাচিত হন। সেই সঙ্গে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় জাহানারা আলমের দল।

সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটের এটা ১৭তম হ্যাটট্রিক, আর ওয়ানডেতে নবম।

বেলফাস্টের শ’ব্রিজে রুমানার তিনটি উইকেটই আসে এলবিডব্লুর মাধ্যমে। তিনি ফিরিয়ে দেন গ্রাথ, শিলিংটন আর ওয়ালড্রনকে।

মেয়েদের ক্রিকেটে ১৯৯৩ সালে ওয়ানডেতে প্রথম হ্যাটট্রিক করেন ইংলিশ ক্রিকেটার সিএ হজ। ডেনমার্কের বিপক্ষে তিনি প্রথমবারের মতো এই স্বাদ নেন। একই বছর হ্যাটট্রিক করেন নিউজিল্যান্ডের হ্যারিস। দুই বছর পর তৃতীয় ওয়ানডে হ্যাটট্রিকটি করেন হ্যারিসের স্বদেশী ইসি ড্রাম। আর ১৯৯৯ সালে ইংলিশ বোলার কননোর চতুর্থ হ্যাটট্রিকটির দেখা পান।

২০০১ সালে আইরিশ ক্রিকেটার ইয়ং, ২০০৭-০৮ মৌসুমে নেদারল্যান্ডসের এগগিং, ২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার ভ্যান নেইকার্ক, ২০১৫-১৬ মৌসুমে শ্রীলঙ্কার রনবীরা হ্যাটট্রিক করেন। সবশেষ এমন দুর্দান্ত বোলিং করে দেখালেন লাল-সবুজের ক্রিকেটার রুমানা।

দক্ষিণ আফ্রিকার ভ্যান নেইকার্ক ৫ বলে চার উইকেট তুলে নিয়েছিলেন। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নার পার্কে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন। তিনি ফিরিয়ে দেন ক্যারিবীয়ান ব্যাটার ক্যাম্পবেল, কুইনতনি, মোহামেদ এবং স্মারটকে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।