ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুজারা-রাহুলে আস্থা গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
পুজারা-রাহুলে আস্থা গাঙ্গুলির ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসআই)। টিম ইন্ডিয়ার সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলি ১৫ সদস্যের দলের অন্যতম অস্ত্র মনে করেন দলের নতুন তারকা লোকেশ রাহুলকে, আস্থা রাখছেন চেতশ্বর পুজারার উপরও।

আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্কে ভারতের মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতা, ৩০ সেপ্টেম্বর। আর সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ০৮ অক্টোবর, ইনডোরে।

টিম ইন্ডিয়ার স্কোয়াড: শিখর ধাওয়ান, মুরালি বিজয়, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।

ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন গাঙ্গুলি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সিরিজের জন্য অফ-ফর্মে থাকা রোহিত শর্মার উপর আস্থা রাখতে পারছেন না তিনি। তিনি জানান, প্রথম একাদশে রোহিতের কোনো সম্ভাবনা দেখছি না। তবে, দলের সেরা অস্ত্রগুলোর মধ্যে রাহুলকে বেশ পছন্দ হয়েছে।

ভারতের অন্যতম সফল অধিনায়ক আরও জানান, ‘আমার মতে পুজারার তিন নম্বরে আসা উচিৎ। চার ও পাঁচ নম্বরে নামা উচিৎ কোহলি ও রাহানের। আর তিন নম্বরে এমন একজন ব্যাটসম্যানের নামা উচিৎ, যে দলের প্রয়োজনে ব্যাট করতে সক্ষম। দলের প্রয়োজনে যে ক্রিজে থেকে লড়াই করবে, পরিস্থিতি অনুযায়ী ব্যাট চালাতে পারবে। পুজারার থেকে এমনটাই আশা করি। কারণ, সে ইতোমধ্যেই বহুবার তার প্রমাণ দিয়েছে। ’

ওপেনিং প্রসঙ্গে গাঙ্গুলি জানান, ‘আমি মুরালি বিজয়কে ওপেনিংয়ে দেখতে চাই। আর তার পার্টনার হিসেবে রাহুলই শ্রেয়। বিদেশের মাটিতে বিজয় ভালো খেলেছে। আর রাহুল এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছে। আমার মনে হয় এই দু’জনের উপরই দলের নির্বাচকদের আস্থা রাখা দরকার। তাতে হয়তো শিখর ধাওয়ানকে বসে থাকতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।