ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ দিবারাত্রির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সব ম্যাচ দিবারাত্রির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়।

বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
 
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২১ সেপ্টেম্বর ঢাকায় আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আসন্ন এ সিরিজের তারিখ আরও আগে নির্ধারণ হলেও ম্যাচ শুরুর সময় নির্দিষ্ট ছিলো না।

ঢাকায় এসে ২৩ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর সিরিজের ম্যাচগুলো মিরপুরে। প্রতিটি ম্যাচেই রাখা হয়েছে রিজার্ভ ডে।

এই সিরিজ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আবার ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার আগেই ঢাকায় পা রাখবে ইংল্যান্ড। ইংলিশদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।