ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই হাতেই সমান গতি, পাকিস্তানের নতুন প্রতিভা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
দুই হাতেই সমান গতি, পাকিস্তানের নতুন প্রতিভা (ভিডিও) ইয়াসির জান-ছবি:সংগৃহীত

ঢাকা: অন্যরকম এক প্রতিভা পেয়েছে পাকিস্তান। ফাস্ট বোলিংয়ে দুই হাতেই বল করে ক্রিকেট বিশ্বকে চমকে দিচ্ছেন ইয়াসির জান নামের এই তরুণ।

যদিও ক্রিকেটে এর আগে দুই হাতে বল করতে দেখা গেছে। তবে ইয়াসিরের দুই হাতেই সমান গতি বিশেষ নজর কেড়েছে।

বাংলাদেশে কিছুদিন আগে স্বল্পকালীন বোলিং কোচের দায়িত্ব পালন করা আকিব জাভেদ পাকিস্তান সুপার লিগের দল লাহোর ক্যালান্ডারর্সের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আর দলটির নতুন প্রতিভাবান বোলারের সন্ধানে এই ইয়াসিরের খোঁজ পাওয়া যায়।

মজার ব্যাপার হলো ইয়াসির দুই হাতেই ১৪০ কিলোমিটার বেগের বেশি গতিতে বল ছুঁড়তে পারেন। তার বাঁ-হাতের বল করার ধরন কিছুটা স্বদেশী তারকা মোহাম্মদ আমিরের মতো। আর ডানহাতের বলের বাউন্স ও নিখুঁত লাইন লেন্থ দক্ষিণ আফ্রিকার সেনসেশন ডেল স্টেইনকে মনে করিয়ে দেয়।

পাকিস্তানের জিও টিভির এক সাক্ষাতকারে অবশ্য ইয়াসিরকে ওয়াসিম আকরাম ও ব্রেট লি’র উত্তরসূরি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানে ইয়াসির বলেন, ‘আমার জীবনের প্রথম থেকেই আমি অনুশীলনে দুই হাতে বল করেছি। এমনকি আমি প্রতিটি বোলারকেই অনুকরণ করেছি। ’

উল্লেখ্য, ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ দুই হাতেই মিডিয়াম পেস বল করতে পারতেন। শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান হাশান তিলকরত্নেও দুই হাতে বল করতে পারতেন। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ইনিংসের শেষ ওভারটি তিনি দুই হাতে করেছিলেন। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতেছিল।

ইয়াসিরের দুই হাতে বোলিংয়ের ভিডিও লিংক:

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।