ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকার বাইরের চার ভেন্যুতে গড়াবে এনসিএল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
ঢাকার বাইরের চার ভেন্যুতে গড়াবে এনসিএল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ১৮তম আসর। এবারের মৌসুমের খেলা গড়াবে ঢাকার বাইরের চারটি ভেন্যুতে।

অক্টোবরে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক সিরিজ চলায় ঢাকা ও চট্টগ্রামে রাখা হয়নি এনসিএলের কোনো ম্যাচ।

রাজশাহী, বগুড়া, খুলনা ও সিলেট-এই চার ভেন্যুতে চারদিনের ম্যাচে লড়বে অংশগ্রহণকারী আটটি দল।  

জাতীয় লিগে প্রথম স্তরের থাকা দলগুলোর ক্রিকেটারদের ম্যাচ ফি চার হাজার টাকা বাড়ানো হয়েছে। গতবার (১৭তম আসর) লিগের প্রথম স্তরে থাকা ক্রিকেটাররা ম্যাচ ফি বাবদ পেয়েছেন ২১ হাজার টাকা। এবার পাবেন ২৫ হাজার টাকা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমকে এ তথ্য দেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন।

এদিকে, বিসিবি সূত্রে জানা গেছে, এবারের ইভেন্টসহ আগামী দুটি আসরের পৃষ্ঠপোষক হতে যাচ্ছে ওয়ালটন গ্রুপ।

গতবারের জাতীয় লিগ দুই স্তরে অনুষ্ঠিত হয়। লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার প্রথম স্তরের শেষ দল রংপুর বিভাগ দ্বিতীয় স্তরে নেমে গেছে। আর দ্বিতীয় স্তরের প্রথম দল বরিশাল বিভাগ উঠে এসেছে প্রথম স্তরে।

চলতি মৌসুমের প্রথম স্তরের দলগুলো হচ্ছে- বরিশাল বিভাগ, ঢাকা মেট্রো, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ।

দ্বিতীয় স্তরের দল- রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।