ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর হাতে উঠলো টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
মিসবাহর হাতে উঠলো টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড ছবি: সংগৃহীত

ঢাকা: আনুষ্ঠানিকভাবে মিসবাহ উল হকের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড তুলে দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ওঠার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন পাকিস্তান টেস্ট অধিনায়ক।

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার (২১ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড অ্যাওয়ার্ডটি প্রদান করেন রিচার্ডসন। ক্যারিয়ারের গোধূলিবেলায় এসে এটি হাতে পেয়ে উচ্ছ্বাসই ঝরে ৪২ বছর বয়সী মিসবাহর কণ্ঠে।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট ম্যাচটি বৃষ্টির কারণে ড্র হওয়ার সুবাদে টিম ইন্ডিয়ার শীর্ষস্থান দখলে নিয়ে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর আসনে বসে পাকিস্তান। তার আগে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-২ সমতায় শেষ করেন মিসবাহ-ইউনিসরা।

মিসবাহ বলেন, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দণ্ড গ্রহণ করার জন্য এই গ্রাউন্ডের চেয়ে আর ভালো জায়গা হতে পারে না যেখানে আমরা সাত বছর আগে টেস্ট খেলেছিলাম। এটা খেলোয়াড় ও সমর্থকদের জন্য পরিতাপের বিষয় যে, র‌্যাংকিংয়ের এক নম্বরে ওঠার পথচলাটা পাকিস্তানের বাইরে করতে হয়েছে। খেলোয়াড়রা দর্শকদের সমর্থন (হোম ভেন্যুতে) মিস করেছে। কিন্তু আমি আত্মবিশ্বাসী, সবকিছু পরিবর্তন হবে এবং শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে পাকিস্তানে। ’

শীর্ষস্থান ধরে রাখা নিয়ে কিন্তু চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছে পাকিস্তান! আসন্ন হোম সিরিজে নিউজিল্যান্ডকে তিন ম্যাচের টেস্ট সিরিজে হারাতে পারলে ভারতের সামনে থাকবে হারানো অবস্থান পুনরুদ্ধারের সুযোগ। অন্যদিকে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের পরবর্তী টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম পাকিস্তান।

২০১৭ সালের ১ এপ্রিল যে দল র‌্যাংকিংয়ের শীর্ষে থাকবে তাদেরকে ১ মিলিয়ন ডলার দেবে আইসিসি। ব্যাপারটা চ্যালেঞ্জিং হলেও প্রস্তুত মিসবাহ, ‘আমাদের পরবর্তী লক্ষ্য নাম্বার ওয়ান টেস্ট টিম হিসেবে ১ এপ্রিলের র‌্যাংকিং শেষ করা। এটা সহজ হবে না। আমাদের ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দুর্দান্ত দলের বিপক্ষে সিরিজ রয়েছে। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে ভীত না হয়ে নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখতে হবে, শক্তির দিকটায় ফোকাস রাখা এবং যতটা সম্ভব ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার বিকল্প নেই। ’

সবশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানের সংগ্রহ ১১১ রেটিং পয়েন্ট। এক রেটিং পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ভারত। ১০৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। রেটিং পয়েন্ট সমান হলেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে পিছিয়ে থাকায় চারে ইংল্যান্ড। পাঁচ নম্বরে দক্ষিণ আফ্রিকা (৯৬)। এর পরেই যথাক্রমে শ্রীলঙ্কা (৯৫), নিউজিল্যান্ড (৯৫), ওয়েস্ট ইন্ডিজ (৬৭), বাংলাদেশ (৫৭), জিম্বাবুয়ে (৮)।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।