ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে আফগানিস্তান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে আফগানিস্তান ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিরাপত্তার চাদরে আবৃত হয়ে হযরত শাহজালাল বিমান বন্দর থেকে টিম হোটেলে পৌঁছালো সফরকারী আফগানিস্তান। বিমান বন্দর থেকে হোটেল পর্যন্ত বহরটিকে তিন স্তরের নিরাপত্তা দেয়া হয়।


 
এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজযোগে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে আফগানরা। এদিন ২৫ সদস্যের দল আসার কথা থাকলেও আসে ২২ সদস্যের দল।

কেননা হজ্ব পালন শেষে দুবাই থেকে একদিন আগে অর্থাৎ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা এসে পৌঁছান অধিনায়ক আসগর স্তানিকজাই, উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ ও রহমত শাহ।
 
বাংলাদেশর বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে ২৫ সেপ্টেম্বর, দ্বিতীয়টিতে ২৮ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষটিতে ১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলবে সফরকারী আফগানিস্তান।


 
এর আগে ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নেবে কাবুলিওয়ালার দেশ আফগানিস্তান।
 
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।