ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সরফরাজের পর তানভিরের পারফর্মে সিরিজ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
সরফরাজের পর তানভিরের পারফর্মে সিরিজ পাকিস্তানের ছবি:সংগৃহীত

ঢাকা: সরফরাজ আহমেদের দারুণ ব্যাটিংয়ের পর সোহেল তানভিরের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ওয়েস্ট ইন্ডিজকে ১৬ রানে হারালো পাকিস্তান। আর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে জিতে সিরিজ নিজেদের করে নিল দলটি।

 

পাকিস্তানের করা ১৬০ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১৪৪ রান করে ক্যারিবীয়রা।

 

১৬১ রানের জয়ের লক্ষে খেলতে নেমে পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কার্লোস ব্র্যাথওয়েটের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন নয় নম্বরে নামা স্পিনার সুনিল নারিন। চার ওভার বল করে মাত্র ১৩ রানে তিন উইকেট তুলে নেন তানভির। সমান তিন উইকেট পান মিডিয়াম পেসার হাসান আলী।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৬০ রান করে পাকিস্তান। ওপেনিংয়ে শারজিল খান মাত্র দুই রানে আউট হলেও অপরপ্রান্তে ৪০ রান করেন খালিদ লতিফ। পরে তিনি রান আউটের শিকার হন। ৩৭ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। তবে শেষ দিকে ৩২ বলে পাঁচ চারে ৪৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ সেরাও হন তিনি।

আগামী ২৭ সেপ্টেম্বর আবুধাবিতে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পাকিস্তান নয় উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।