ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘খেলার মধ্যে থাকাটাই সবচেয়ে বড় অনুশীলন’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
‘খেলার মধ্যে থাকাটাই সবচেয়ে বড় অনুশীলন’ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আইপিএল, সিপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্জাইজিভিত্তিক টি-টোয়েন্টির আসর নিয়ে বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশ চষে বেড়ান সাকিব আল হাসান। অনেক সময় ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় যথা সময়ে যোগ দিতে পারেন না জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

তবে ম্যাচের আগে ফিরে সব মানিয়ে নিয়ে নিয়মিত ঠিকই বাংলাদেশের হয়ে পারফর্ম করেন এ অলরাউন্ডার।
 
টাইগারদের ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি যখন শুরু হলো ক্যারিবিয়ান লিগ সিপিএল নিয়ে সাকিব তখন ব্যস্ত। দেশে ফিরে ক্যাম্পে যোগ না দিয়ে ছুটি নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন মালদ্বীপ।  

হঠাই-ই বাংলাদেশের সিরিজ পড়লো আফগানিস্তানের সঙ্গে। টাইগার স্কোয়াডের সঙ্গে কয়েকদিন অনুশীলন করে ম্যাচে নেমেই ম্যাচসেরা হলেন সাকিব। বল ও ব্যাট হাতে আজ উজ্জল ছিলেন এ অলরাউন্ডার।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪০ বলে ৪৮ রানের নিখুঁত একটি ইনিংস খেলেন এ বাঁহাতি। বাংলাদেশের ইনিংসের মাঝপথে সাকিবের কার্যকরি ইনিংসটি ২৬৫ রানের লড়াকু পুঁজি এনে দেয় বাংলাদেশকে।  

পরে বল হাতে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে নেন দু’টি উইকেট। এর মধ্যে রহমত শাহকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন সাকিবই। রহমত শাহ ও হাসমতউল্লাহ শাহিদীর ১৪৪ রানে জুটি ভাঙার পরই থামতে থাকে প্রথম ওয়ানডের আফগান-হুমকি। শেষমেষ আফগানদের ২৫৮ রানে অলআউট করে ৭ রানের জয় তুলে নেয় সাকিবের ব্রেক থ্রুর কল্যাণেই। তাইতো ম্যাচসেরা আজ সাকিব।  

রহস্যটা এখানেই কিভাবে পারেন সাকিব? ম্যাচ শেষে সাকিব জানালেন, আসলে আমার কাছে মনে হয়, খেলার মধ্যে থাকাটাই সবচেয়ে বড় অনুশীলন। আমি যেটা বললাম শুরুতে, আপনি যতোই ট্রেনিং করেন, যতোই জিম করেন, ম্যাচ ফিটনেস অন্যরকম একটা ব্যাপার। তবে ম্যাচের ভেতর থাকলে অনেক বেশি শেখা যায়। কারণ প্রতি ম্যাচেই নতুন নতুন পরিস্থিতিতে থাকবেন। ওই পরিস্থিতিগুলো যতোই অনুশীলনে করতে চান, সেই পর্যায়ে যাবে না। যতোই অনুশীলন ম্যাচ খেলেন, ইন্টারন্যাশনাল ম্যাচের মতো হবে না।

বাংলাদেশ সময়: ০১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।