ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
মিরপুরে টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অতীতেও মিরপুরে বাংলাদেশ ম্যাচের টিকিট প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডের আগে যেন সেটিরই পুনরাবৃত্তি হলো! বিশৃঙ্ক্ষলা ঠেকাতে লাইনে দাঁড়ানো দর্শকদের উপর চড়াও হয়েছে পুলিশ সদস্যরা।

জলকামান এনে গরম পানি নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে।

এতে অনেকেই আহত হয়েছেন। পুলিশের সঙ্গে টিকিট প্রত্যাশীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে টিকিট বিক্রি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী।

গতকাল সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অবস্থান নেয় হাজারো ক্রিকেট পাগল দর্শক। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা টাইগার ভক্ত-সমর্থকের সংখ্যাও লক্ষ্যণীয়। কিন্তু দর্শকের তুলনায় টিকিটের পরিমান নেহাতই কম! নিরাশ হয়ে ফিরবেন জেনেও অনেকেই টিকিট পাওয়ার আশা ছাড়ছেন না।

শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি শুরু হবে। দুপুর ১টায় দর্শক প্রবেশের গেট উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম

আরও পড়ুন...
** টিকিট প্রত্যাশীদের হটাতে জলকামান (ভিডিওসহ)​
** মিরপুরে টিকিটের জন্য হাহাকার
** মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন (ভিডিও)
** রাতভর টিকিটের লাইনে, কালোবাজারিতে আনন্দ ম্লানের শঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।