ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বশে আনা মুশকিল-ইংলিশ কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
টাইগারদের বশে আনা মুশকিল-ইংলিশ কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: বদলে যাওয়া বাংলাদেশকে সমীহ করছেন সফরকারী ইংল্যান্ডের প্রধান কোচ ট্রেভর বেইলিস। ‘অঘোষিত ফাইনাল’ হিসেবে রূপ নেওয়া শেষ ওয়ানডের আগে ইংলিশ কোচ জানালেন, তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন ‘ভাগ্য নির্ধারণী’ ম্যাচ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ শুরুর আগের দিন মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেই ইংলিশ কোচ বেইলিস এমনটা জানান।

বাংলাদেশ নিজেদের মাটিতে কতটা শক্তিশালী দল ইতোমধ্যেই তা প্রমাণ করেছে। গত বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলকে সিরিজে হারিয়েছে। বাংলাদেশ থেকে হেরে ফিরেছে জিম্বাবুয়ে, আফগানিস্তানের মতো দল। এবার টাইগারদের সামনে সিরিজ হারের শঙ্কায় রয়েছে ইংল্যান্ড।  

তৃতীয় ম্যাচ নিয়ে বলতে গিয়ে বেইলিস জানালেন, ‘আমি এই ম্যাচটিকে আর সবার মতো ফাইনাল হিসেবেই দেখছি। এটা ভাগ্য নির্ধারণী ম্যাচ। গত ম্যাচের অপ্রত্যাশিত ঘটনাগুলো নিয়ে কথা বলতে চাই না। দুই দলের ক্রিকেটাররাই পেশাদার। পেছনের ঘটনা ভুলে সামনের ম্যাচ নিয়ে ভাববার জন্য তারা খুব বেশি সময় নেবে না। আমিও মনে করি সে ঘটনাগুলো খুব বেশি প্রভাব ফেলবে না তৃতীয় ম্যাচে। তবে, আমার বিশ্বাস শেষ ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে। ’

বেইলিস আরও যোগ করেন, ‘প্রতিপক্ষকে বাড়তি সুবিধা পাইয়ে দেবে না কোনো দল। বাংলাদেশকে এখন আর সহজে থামিয়ে রাখা যায় না। তারা প্রতিটি ম্যাচেই দুর্দান্ত লড়াই করে। নিজেদের হোম কন্ডিশনের জন্য তাদের দারুণ একটা বোলিং আক্রমণও আছে। গত এক-দেড় বছরে তারা আরও দুর্দান্ত পারফর্ম করছে। বাংলাদেশ সফরে আসা অন্যরাও সেটি বুঝেছে। ভবিষ্যতে যারা বাংলাদেশে আসবে তাদের আগে থেকেই বুঝে-শুনে-ভেবে আসতে হবে। ’

বুধবার (১২ অক্টোবর) সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফরকারী ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ১১ অক্টোবর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।