ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মজিদের শতকে বিসিবি একাদশের দুর্দান্ত ব্যাটিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৬
মজিদের শতকে বিসিবি একাদশের দুর্দান্ত ব্যাটিং ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সফরকারী ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাট করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ (বিসিবি একাদশ)। এ রিপোর্ট লেখা অবধি বিসিবি একাদশ ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৮২ রান।

বিসিবি একাদশের ওপেনার আবদুল মজিদ স্বেচ্ছায় অবসরে যাওয়ার আগে করেন ৯২ রান। তার ৮৬ বলের ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি। আরেক ওপেনার সৌম্য সরকার করেন মাত্র ৪ রান। পরে আরেকবার ব্যাটিংয়ে নেমে শতক তুলে নেন মজিদ। ৯৫ বলে ১০৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে বোল্ড হন তিনি।

তিন নম্বরে নামা অনূর্ধ্ব-১৯ দলের তারকা নাজমুল হোসেন শান্ত খেলেন ৭২ রানের ইনিংস। জাফর আনসারির বলে বেন ডাকেটের হাতে ধরা পড়ার আগে এই তারকা ১৩০ বলে ৯টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান।

হঠাৎ করেই বিসিবি একাদশের স্কোয়াডে আসা মুমিনুল হক ব্যাটিংয়ে নেমে করেন ১ রান। মঈন আলির বলে বোল্ড হন বাংলাদেশের ব্রাডম্যান খ্যাত মুমিনুল।

মোসাদ্দেক হোসেনের ব্যাট থেকে আসে ৪৭ রান। ৪৯ বল মোকাবেলা করা এই উঠতি তারকার ইনিংসে ছিল দুটি চার আর তিনটি ছক্কার মার। ব্যক্তিগত ২ রানে বিদায় নেন সাদমান ইসলাম এবং ৫ রান করা তানভীর হায়দার। নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৩৯ রান। গ্যারেথ বেটি নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান সোহানকে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৬ আপডেট: ১৬১৬ ঘণ্টা
এমআরপি

** প্রস্তুতি ম্যাচে হঠাৎ মুমিনুল
** মাজিদের ব্যাটে দারুণ শুরু বিসিবি’র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।