ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট সিরিজও সরাসরি সম্প্রচার জিটিভির পর্দায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টেস্ট সিরিজও সরাসরি সম্প্রচার জিটিভির পর্দায়

ঢাকা: ওয়ানডের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

দু’দলের খেলা দেখা ছাড়াও জিটিভির পর্দায় একাধিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এর মধ্যে রয়েছে ‘ক্রিকেট এক্সট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ ও ‘ক্রিকেট হাইলাইটস’।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে সকাল ১০টায়। এই ভেন্যুতেই সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচটি হেরে যান সাকিব-মাশরাফিরা।

টেস্ট পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে অ্যালিস্টার কুকরা। এর আগে দুই দল দুই ম্যাচ করে মোট চারটি সিরিজে মুখোমুখি হয়েছে। দু’টি ইংল্যান্ডে আর দু’টি হোম ভেন্যুতে।

আটটি ম্যাচেই হেরেছে টাইগাররা। সবশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে গিয়ে খালি হাতে ফেরে তারা। সে যাই হোক, সময়ের পরিক্রমায় বাংলাদেশ দল এখন বেশ পরিণত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজের পর টেস্টেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।