ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেমিতে ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, জিটিভি ও চ্যানেল আই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সেমিতে ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, জিটিভি ও চ্যানেল আই ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে দৈনিক ইনকিলাব, ঢাকা ট্রিবিউন, জিটিভি ও চ্যানেল আই।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০মিনিটে প্রথম সেমিতে মুখোমুখি হবে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল আই।

একই সময়ে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে ইনকিলাব ও জিটিভি। এরপর দুই সেমিফাইনালের বিজয়ী দল সকাল ১১টায় শিরোপা জয়ের (ফাইনাল) লড়াইয়ে মাঠে নামবে।
 
বৃহস্পতিবার (২০ অক্টোবর) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

জিটিভি ৪ উইকেটে পরাজিত করে আরটিভিকে। স্কোর: আরটিভি ৮৩/২ ও জিটিভি ৮৯/২। ম্যাচ সেরা হন জয়ী দলের সাইফুল।

ইনকিলাব ৫৩ রানে হারায় এসএ টিভিকে। স্কোর: ইনকিলাব ১২৫/২ ও এসএ টিভি ৭৩/৫)। ম্যাচ সেরা হন জয়ী দলের রাসেল।

চ্যানেল আই ৮ রানে জয় পেয়েছে বাংলা ট্রিবিউনের বিপক্ষে। স্কোর: চ্যানেল আই ৮১/৩ ও বাংলা ট্রিবিউন ৭৩/৬। ম্যাচ সেরা হন জয়ী দলের সোহেল।

ঢাকা ট্রিবিউন ৫৪ রানে হারিয়েছে এটিএন নিউজকে। স্কোর: ঢাকা ট্রিবিউন ১০১/৪ ও এটিএন নিউজ ৪৭/৫। ম্যাচ সেরা হন জয়ী দলের রায়হান।

ম্যাচের সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ইপিলিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন আল মামুন, বেলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াহিদুজ্জামান, ওয়ালটন গ্রুপের অতিরিক্ত পরিচালক নিয়ামুল হক, সহকারী পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীমসহ অন্যান্যরা।
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।