ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কঠিন উইকেটে সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই তামিমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
কঠিন উইকেটে সেঞ্চুরি মিসের আক্ষেপ নেই তামিমের ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জহুর আহম্মেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেট নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশে ওপেনার তামিম ইকবাল প্রথমেই জানান, ‘উইকেট ইজ সো ডিফিকাল্ট। ’ সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরি মিসের কোনো আক্ষেপও নেই জানান তামিম।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের তোলা ২৯৩ রানের বিপরীতে বাংলাদেশ প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। ইংল্যান্ডের থেকে এখনও ৭২ রান দূরে বাংলাদেশ।
 
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, এই উইকেটে ব্যাটসম্যানরা কোনো সময়েই সেট না। তা সে ৭০ করুক, ৮০ করুক, কিংবা ১০০ করুক। কখনও সেট না। তাই কেউ যদি মনে করে সে উইকেটে সেট তাহলে ভুল হবে।
বলের আচরণ পাল্টাচ্ছে বুঝাতে গিয়ে তামিম ইকবাল আরও বলেন, প্রতি ওভারেই এক-দুটো বল এদিক ওদিক হচ্ছে। তাই এই উইকেটে ব্যাট করা খুব কঠিন।

চলমান টেস্টের প্রথম ইনিংসে এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান এসেছে তামিম ইকবালের ব্যাটে। ১৭৯ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

ব্যক্তিগত ৭৮ রানে গ্যারেথ ব্যাটির দুর্দান্ত এক বলে বেয়ারস্টোকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। আর কিছুক্ষণ থাকলে হয়তো ইংল্যান্ডের বিপক্ষে আরও একটা সেঞ্চুরি হয়ে যেত দেশসেরা এই ওপেনারের। তবে সেঞ্চুরি ‘মিস’ নিয়ে আক্ষেপ নেই তার। ‘ইংল্যান্ডের বিপক্ষে আরও একটা সেঞ্চুরি মিস হয়ে গেল না’ এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হলে তামিম বলেন, ‘না, তাতে আমার আক্ষেপ নেই। আমি মনে করি না আমি ভুল শট খেলে আউট হয়েছি। একই শটে আমি এর আগে এক কিংবা দুই রান করে নিয়েছি। কিন্তু ওই বলে আউট হয়ে গেলাম। ’

সংবাদ সম্মেলনে তামিম আরও জানান, ‘এটি টার্ন উইকেট। এখানে প্রতি রানের জন্য অনেক কষ্ট করতে হয়েছে। এক্সটা কিছু করার সুযোগ নেই। নিজের বেসিক খেলাটাই খেলে যেতে হবে। কারণ দেখেশুনে না খেললে এখানে ভুল করার চান্স খুব বেশি। তাই এক্সট্রা কিছু করতে চাইলে সেটা ভুল হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।