ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩২০ খুব ভালো টার্গেট: স্টোকস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
৩২০ খুব ভালো টার্গেট: স্টোকস ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ২৪৮ রানেই গুটিয়ে যাওয়ার ক্ষেত্রে ‘দায়ী’ তিনি। আবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস বড় হওয়ার ক্ষেত্রেও বড় অবদান তার।

তিনি বেন স্টোকস।

প্রথমে বল হাতে চার উইকেট তুলে নিয়ে বাংলাদেশের উপর আগ্রাসন, তারপর ব্যাটিংয়ে ৮৫ রান করে সাকিব-মিরাজদের শাসন। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন বলতে গেলে দিনভর চললো বেন স্টোকস শো।

তার অসামান্য পারফরম্যান্সে কিছুটা হলেও ঢাকা পড়ে গেছে সাকিব আল হাসানের পাঁচ উইকেটের দুর্দান্ত সাফল্য।
 
তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তার কাছে বাংলাদেশের বিপক্ষে লক্ষ্যটা কত হলে নিরাপদ হবে জানতে চাইলে বলেন, ‘আমরা ২৭০ রানের (২৭৩) লিড নিয়েছি। এই উইকেটে ৩০০ হলেও হয়, তবে ৩২০ খুব ভালো টার্গেট। ’

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অহেতুক উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে ফিরতে হয়েছে আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিবকে। সাকিব আউট হওয়ার পর পরেই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।

সাকিবের আউটটাই কি বাংলাদেশের প্রথম ইনিংসটা বড় হতে দিল না-এমন প্রশ্নে স্টোকস জানান, ‘সাকিব বাংলাদেশের টপ-ক্লাস ব্যাটসম্যান। দিনের শুরুতেই তার আউট অন্যদের ওপর চাপ তৈরি করে দিয়েছে। ফলে সাকিবের পরে আসা ব্যাটসম্যানদের আমরা খুব দ্রুত আউট করতে সক্ষম হই। ’

এই স্পিন নির্ভর উইকেটে এত সাফল্য পাওয়ার রহস্য কী? এমন প্রশ্নে হেসে এই অলরাউন্ডার জানান, ‘তা ঠিক, এটি স্পিন নির্ভর উইকেট। তবে, আমি ঠিক জায়গায় বল করতে চেষ্টা করেছি। খুব ভালো রিভার্স সুইং পেয়েছি। যার ফলে ব্যাটসম্যানদের বল পড়তেও অসুবিধা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।