ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৯ হাজারি ক্লাবে ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
৯ হাজারি ক্লাবে ধোনি

ঢাকা: পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৮৬ রান তাড়ায় নেমে ব্যক্তিগত ৮০ রানের ইনিংসটির পথে কীর্তিটি গড়েন এ ভারতীয় অধিনায়ক।

 

২৮১ ওয়ানডের ২৪৪ ইনিংসে ব্যাট করা ধোনির সংগ্রহ এখন ৯০৫৮ রান। যার মধ্যে ৯টি সেঞ্চুরি ও ৬১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এর আগে ভারতের হয়ে চারজন ব্যাটসম্যান ৯ হাজারি ক্লাবে নাম লেখান। এরা হলেন-শচিন টেন্ডুলকার (১৮, ৪২৬), সৌরভ গাঙ্গুলি (১১,৩৬৩), রাহুল দ্রাবিড় (১০,৮৮৯) ও মোহাম্মদ আজহারউদ্দিন (৯৩৭৮)।

ক্রিকেট বিশ্বের উইকেটরক্ষকদের মধ্যে ধোনি তৃতীয় ক্রিকেটার যার কিনা ওয়ানডেতে ৯ হাজার রান রয়েছে। এর আগে  এই কীর্তি গড়েন শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা (১৪,২৩৪) ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (৯৬১৯)।  

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬

এসকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।