ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘জিতলে এটাকে এক নাম্বারে রাখতাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
‘জিতলে এটাকে এক নাম্বারে রাখতাম’ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: চট্টগ্রাম টেস্টটাতে জিততে জিততেও হারতে হলো বাংলাদেশকে। মাত্র ২২ রানের এই পরাজয় মেনে নেওয়া কষ্ট হচ্ছে বাংলাদেশের তাবৎ দর্শককুলের।

কষ্ট হচ্ছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমেরও।
 
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে আবেগতাড়িত বাংলাদেশ অধিনায়ক কোনো কিছু না লুকিয়ে বলে দিলেন, ‘অবশ্যই জিতলে বলতাম আমার টেস্ট ক্যারিয়ারে এটিই সেরা টেস্ট ম্যাচ। তবুও এটাকে দুই নম্বরে রাখবো। কারণ প্রথম চারদিনই আমরা ইংল্যান্ডের মতো টেস্টখেলুড়ে টিমের সঙ্গে সমানে লড়াই করেছি। সবমিলিয়ে অসাধারণ খেলেছি আমরা। ’

তাহলে সেরার তালিকায় প্রথম কোনটাকে রাখছেন মুশফিক? তা পরিস্কার করলেন দ্রুতই, ‘আমি আমার টেস্ট ক্যারিয়ারে সেরা টেস্ট ম্যাচ রাখবো খুলনায় পাকিস্তানের সঙ্গে ড্র করা ম্যাচটাকে। ’

শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টাইগারদের পারফরম্যান্স তুলে ধরা যাক। গত বছর খুলনা টেস্টের (২৮ এপ্রিল-২ মে) দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৫৫৫ রান তুলে প্রায় হেরে যাওয়া ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ।

তাই ঐতিহাসিক এই ড্রকেই সেরার তালিকায় এক নম্বরে রাখছেন মুশফিক। অবশ্য ইংল্যান্ডের সঙ্গে জিততে পারলে সেটার পরিবর্তন হতো সোমবারের সকালে। আফসোস তা হলো না...

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টিএইচ/টিসি/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।