ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হাসির অধিনায়কত্ব ওয়াটসনের কাঁধে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
হাসির অধিনায়কত্ব ওয়াটসনের কাঁধে ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের শুরুতে মাইক হাসি অবসর নেওয়ায় সিডনি থান্ডারের নতুন অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে একটা কৌতুহল ছিলই। বিগ ব্যাশ লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্বভার উঠেছে শেন ওয়াটসনের কাঁধে।

হাসির যোগ্য অধিনায়কত্বে গত মৌসুমে প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মেতেছিল থান্ডার। কিন্তু এর পরেই খেলোয়াড় ভূমিকা থেকে সরে এসে টিমের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

অন্যদিকে, চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শেষে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানান ওয়াটসন। এবার তার সামনে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ।

অধিনায়ক হতে পেরে বেশ উচ্ছ্বাসই ঝরে ওয়াটসনের কণ্ঠে, ‘সিডনি থান্ডারের অধিনায়ক করায় আমি খুবই উচ্ছ্বসিত। গত কয়েক বছরে মাইক হাসি যে ভূমিকা রেখেছেন তা এগিয়ে নিতে আমি প্রস্তুত। তিনি যা অর্জন করেছেন তা ধরে রাখতে নিজের সেরাটাই ঢেলে দেব। ’

আগামী ২০ ডিসেম্বর বিগ ব্যাশের ষষ্ঠ আসরের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে ওয়াটসনের সিডনি থান্ডার। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪০ মিনিটে হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।