ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘ বিরতির প্রভাব কেটে গেছে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
দীর্ঘ বিরতির প্রভাব কেটে গেছে ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের লম্বা বিরতি নিয়ে যে শঙ্কা তৈরী হয়েছিল সেটি কেটে গেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই। বিরতির প্রভাব দেখা যায়নি বাংলাদেশ দলের পারফরম্যান্সে।

চট্টগ্রামের মাটিতে ইংলিশদের আরেকটু হলে হারিয়েই দিয়েছিল টাইগাররা। শেষ অবধি অবশ্য পেরে ওঠেনি বাংলাদেশ। হার মানতে হয়েছে ২২ রানের ব্যবধানে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করায় বাংলাদেশ দল লম্বা বিরতির প্রভাব কাটিয়ে উঠেছে বলে মনে করেন তামিম ইকবাল। দ্বিতীয় টেস্টে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশকে দেখা যাবে বলেও আভাস দেন এ বাঁহাতি ওপেনার।

মিরপুরে অনুশীলনের ফাঁকে তিনি বলেন, ‘আমরা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচ খেলেছি। আমার মনে হয়, এত বড় একটা বিরতির পর প্রথম ম্যাচটা যদি ভালো না খেলতাম তাহলে হয়তা এর প্রভাব একটু থাকতো। আমরা একটা ভালো ম্যাচ খেলেছি, পরের ম্যাচে আমরা আগের চেয়ে ভালো প্রস্তুত থাকবো, আত্মবিশ্বাসীও থাকবো। ’

লম্বা বিরতি কাটানো বাংলাদেশ দল সামনের ছয় মাস খেলে যাবে বিরতিহীন টেস্ট ম্যাচ। কেননা এই সময়ের মধ্যে বাংলাদেশের রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা সফর। পর পর তিনটি দেশ সফরে বাংলাদেশ পাবে মোট পাঁচটি টেস্ট।

তামিম ইকবাল মনে করেন আসন্ন টেস্ট ম্যাচগুলোর কথা মাথায় রেখেই ছন্দ ধরে রাখাটা জরুরী, ‘এখন থেকে পরবর্তী ছয় মাসে আমাদের কিন্তু বেশ কয়েকটি টেস্ট ম্যাচ আছে। চার-পাঁচটা টেস্ট ম্যাচের মতো আছে। এটাই আশা করবো চট্টগ্রাম টেস্ট থেকে যে ভালো একটা ছন্দ আমরা পেয়েছি এই ছন্দটা যেন আমরা ধরে রাখতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।