ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কাজটা এবার ব্যাটসম্যানদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৬
কাজটা এবার ব্যাটসম্যানদের ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: প্রথম ইনিংসে মাত্র ২২০ রানের পুঁজি নিয়ে লড়াইটা খারাপ করেনি বাংলাদেশের বোলাররা। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দিয়েছে ২৪৪ রানে।

২৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। দায়িত্বটা এবার ব্যাটসম্যানদের।

ব্যাটসম্যানরা ভালো করলেই ইংল্যান্ডকে ছুঁড়ে দেয়া যাবে বড় চ্যালেঞ্জ। প্রথম ইনিংসের ভুল-ত্রুটি কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-এ প্রত্যাশায় দর্শক বাড়তে শুরু করেছে গ্যালারিতে।

প্রথম ইনিংসে লিড পেতে পারতো বাংলাদেশ। এ জন্য আক্ষেপ থাকতেই পারে বাংলাদেশ শিবিরে। কেননা ১৪৪ রানে ইংলিশদের আট উইকেট ফেলে দিয়েছিল মিরাজ-তাইজুল-সাকিব মিলে।  

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে লিডের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে আদিল রশিদ ও ক্রিস ওকসের ৯৯ রানের ‍জুটি লিড পাইয়ে দেয় ইংলিশদের।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২৯ অক্টোবর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।